
কোটা সংস্কার আন্দোলনের নামে গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুসহ গ্রেপ্তার ৪২৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এদিন ১২ জনকে আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। ধানমন্ডি থানায় দায়ের করা এক মামলায় সাতজন, শাহবাগ থানার এক মামলায় একজন, মিরপুর থানার এক মামলায় চারজনকে রিমান্ডে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৩ জনকে হাজির করা হয়। আদালত তাদের মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। আর ৪১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমীর খসরুকে রাজধানীর রামপুরা থানায় দায়ের করা বিটিভি ভবনে হামলা ও আগুন দেওয়ার ঘটনার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ৮ নাশকতার মামলায় ৯৮ জন, পল্টন থানায় দায়ের করা এক মামলায় ৩, মতিঝিল থানায় দায়ের করা এক মামলায় ৪, মিরপুর থানায় দায়ের করা পাঁচ মামলায় ১৪, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা দুই মামলায় ৯, উত্তরা পূর্ব থানায় দায়ের করা ছয় মামলায় ৬২, কদমতলী থানার এক মামলায় ১৬, লালবাগ থানায় দায়ের করা এক মামলায় ১১, তুরাগ থানার ৭, মোহাম্মদপুরের দুই মামলায় ১১, আদাবরের মামলায় ৩, ভাটারার এক মামলায় ৪, বনানীর এক মামলায় ১১, গুলশানের এক মামলায় ১, ধানমন্ডির তিন মামলায় ১৪, হাতিরঝিলের দুই মামলায় ২০, রমনার এক মামলায় ১, সবুজবাগের এক মামলায় ৩, নিউমার্কেটের এক মামলায় ৩, কোতোয়ালির এক মামলায় ৮, পল্লবীর এক মামলায় ৯, কাফরুলের এক মামলায় ৩, সূত্রাপুরের এক মামলায় ৬, ডেমরার দুই মামলায় ৬, মুগদার মামলায় ৬, রূপনগরের ৯, বাড্ডার এক মামলায় ২৬, শাহজাহানপুরের মামলায় ৬, বিমানবন্দরের দুই মামলায় ৫, চকবাজারের এক মামলায় ৫, বংশালের এক মামলায় ৫, রামপুরার ১ মামলায় ৩৩ জনকে কারাগারে পাঠানো হয়।
এসব মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে বিভিন্ন স্থাপনায় হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বিভিন্ন স্থাপনা ভাঙচুর, আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া, পুলিশকে মারধর ও তাদের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মামলাগুলোতে।
উল্লেখ্য, এর আগে রোববার ১১৯ জন, সোমবার ৩৫৫ ও গত মঙ্গলবার ৪৬৭ জনকে কারাগারে পাঠানো হয়।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৩ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪৩ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে