নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনের নামে গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুসহ গ্রেপ্তার ৪২৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এদিন ১২ জনকে আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। ধানমন্ডি থানায় দায়ের করা এক মামলায় সাতজন, শাহবাগ থানার এক মামলায় একজন, মিরপুর থানার এক মামলায় চারজনকে রিমান্ডে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৩ জনকে হাজির করা হয়। আদালত তাদের মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। আর ৪১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমীর খসরুকে রাজধানীর রামপুরা থানায় দায়ের করা বিটিভি ভবনে হামলা ও আগুন দেওয়ার ঘটনার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ৮ নাশকতার মামলায় ৯৮ জন, পল্টন থানায় দায়ের করা এক মামলায় ৩, মতিঝিল থানায় দায়ের করা এক মামলায় ৪, মিরপুর থানায় দায়ের করা পাঁচ মামলায় ১৪, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা দুই মামলায় ৯, উত্তরা পূর্ব থানায় দায়ের করা ছয় মামলায় ৬২, কদমতলী থানার এক মামলায় ১৬, লালবাগ থানায় দায়ের করা এক মামলায় ১১, তুরাগ থানার ৭, মোহাম্মদপুরের দুই মামলায় ১১, আদাবরের মামলায় ৩, ভাটারার এক মামলায় ৪, বনানীর এক মামলায় ১১, গুলশানের এক মামলায় ১, ধানমন্ডির তিন মামলায় ১৪, হাতিরঝিলের দুই মামলায় ২০, রমনার এক মামলায় ১, সবুজবাগের এক মামলায় ৩, নিউমার্কেটের এক মামলায় ৩, কোতোয়ালির এক মামলায় ৮, পল্লবীর এক মামলায় ৯, কাফরুলের এক মামলায় ৩, সূত্রাপুরের এক মামলায় ৬, ডেমরার দুই মামলায় ৬, মুগদার মামলায় ৬, রূপনগরের ৯, বাড্ডার এক মামলায় ২৬, শাহজাহানপুরের মামলায় ৬, বিমানবন্দরের দুই মামলায় ৫, চকবাজারের এক মামলায় ৫, বংশালের এক মামলায় ৫, রামপুরার ১ মামলায় ৩৩ জনকে কারাগারে পাঠানো হয়।
এসব মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে বিভিন্ন স্থাপনায় হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বিভিন্ন স্থাপনা ভাঙচুর, আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া, পুলিশকে মারধর ও তাদের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মামলাগুলোতে।
উল্লেখ্য, এর আগে রোববার ১১৯ জন, সোমবার ৩৫৫ ও গত মঙ্গলবার ৪৬৭ জনকে কারাগারে পাঠানো হয়।

কোটা সংস্কার আন্দোলনের নামে গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুসহ গ্রেপ্তার ৪২৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এদিন ১২ জনকে আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। ধানমন্ডি থানায় দায়ের করা এক মামলায় সাতজন, শাহবাগ থানার এক মামলায় একজন, মিরপুর থানার এক মামলায় চারজনকে রিমান্ডে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৩ জনকে হাজির করা হয়। আদালত তাদের মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। আর ৪১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমীর খসরুকে রাজধানীর রামপুরা থানায় দায়ের করা বিটিভি ভবনে হামলা ও আগুন দেওয়ার ঘটনার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ৮ নাশকতার মামলায় ৯৮ জন, পল্টন থানায় দায়ের করা এক মামলায় ৩, মতিঝিল থানায় দায়ের করা এক মামলায় ৪, মিরপুর থানায় দায়ের করা পাঁচ মামলায় ১৪, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা দুই মামলায় ৯, উত্তরা পূর্ব থানায় দায়ের করা ছয় মামলায় ৬২, কদমতলী থানার এক মামলায় ১৬, লালবাগ থানায় দায়ের করা এক মামলায় ১১, তুরাগ থানার ৭, মোহাম্মদপুরের দুই মামলায় ১১, আদাবরের মামলায় ৩, ভাটারার এক মামলায় ৪, বনানীর এক মামলায় ১১, গুলশানের এক মামলায় ১, ধানমন্ডির তিন মামলায় ১৪, হাতিরঝিলের দুই মামলায় ২০, রমনার এক মামলায় ১, সবুজবাগের এক মামলায় ৩, নিউমার্কেটের এক মামলায় ৩, কোতোয়ালির এক মামলায় ৮, পল্লবীর এক মামলায় ৯, কাফরুলের এক মামলায় ৩, সূত্রাপুরের এক মামলায় ৬, ডেমরার দুই মামলায় ৬, মুগদার মামলায় ৬, রূপনগরের ৯, বাড্ডার এক মামলায় ২৬, শাহজাহানপুরের মামলায় ৬, বিমানবন্দরের দুই মামলায় ৫, চকবাজারের এক মামলায় ৫, বংশালের এক মামলায় ৫, রামপুরার ১ মামলায় ৩৩ জনকে কারাগারে পাঠানো হয়।
এসব মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে বিভিন্ন স্থাপনায় হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বিভিন্ন স্থাপনা ভাঙচুর, আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া, পুলিশকে মারধর ও তাদের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মামলাগুলোতে।
উল্লেখ্য, এর আগে রোববার ১১৯ জন, সোমবার ৩৫৫ ও গত মঙ্গলবার ৪৬৭ জনকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৪ ঘণ্টা আগে