নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট হয়ে আজিমপুরে যাচ্ছিলেন এক সরকারি কলেজের প্রভাষক। রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে যাওয়ায় বিশেষ নিরাপত্তার কারণে পুলিশ সকল সংযোগ সড়ক হঠাৎ বন্ধ করে দিলে বাধে বিপত্তি। নিজের ব্যক্তিগত কাজে যেতে না পেরে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা জড়ান ওই নারী প্রভাষক।
একটি কলেজের প্রভাষক পরিচয় দিলেও এক পুলিশ কর্মকর্তা তাঁর ছবি তুলতে গেলে তিনি মোবাইল কেড়ে নেন। পরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফের মধ্যস্থতায় ওই নারীকে বুঝিয়ে ফেরত পাঠানো হয়। অনুরোধ করার পরেও গাড়ি না ছাড়ায় তিনি ক্ষিপ্ত হন।
রাস্তা বন্ধ থাকায় এমন অনেক গাড়ি ও পথচারীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোবারক আজকের পত্রিকাকে জানান, ভিভিআইপি নিরাপত্তার কারণে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি। তাঁকে কোনো যেতে দিলাম না তাই তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এমনকি আমার সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমি তাঁর নাম পরিচয় জানতে চাইলে সেটিও বলেননি। পরে ছবি তুলতে গেলে সে আমার মোবাইল কেড়ে নিয়ে যায়।
ওই শিক্ষিকার গাড়ি চালক জানান, ম্যাডাম কলেজে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। আমরা আসাদগেট থেকে ইউ টার্ন নিতে চেয়েছি। পুলিশ এর আগেই আটকে দিয়েছে। এ জন্য ম্যাডামের সঙ্গে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
ভারতের রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের সফরের কারণে এমন বাধার মুখে পরতে হয়েছে কলেজগেট এলাকার সুমনা বেগমকে। তাঁর ভাইকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। বেড়িয়ে যাওয়ার পথে হঠাৎ পুলিশের বাধার মুখে পড়েন। একই ভাবে বাধার মুখে পড়েন ব্যক্তিগত জরুরি কাজে গুলশান যেতে চাওয়া রায়হান।
রায়হান বলেন, ব্যক্তিগত একটি কাজে গুলশান যাব। কিন্তু পুলিশ রাস্তা আটকে দিয়েছে। কখন ছাড়বে বুঝতে পারছি না।
এর আগে গতকালই সাধারণ মানুষের এমন বাধার কথা জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছিলেন, এইচএসসি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা যথেষ্ট সময় হাতে রেখে কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য ভিভিআইপি চলাচলের কারণে বিভিন্ন সড়কে গাড়ি চলাচল সীমিত করা হবে। একই নির্দেশনা সাধারণ মানুষের উদ্দেশ্যেও।
সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণের কারণে ভিন্ন রাস্তা ব্যবহারের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারেন। তাই হাতে সময় নিয়ে প্রয়োজনীয় কাজে বের হতে নির্দেশনা দিয়েছিলেন পুলিশের এ কর্মকর্তা।

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট হয়ে আজিমপুরে যাচ্ছিলেন এক সরকারি কলেজের প্রভাষক। রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে যাওয়ায় বিশেষ নিরাপত্তার কারণে পুলিশ সকল সংযোগ সড়ক হঠাৎ বন্ধ করে দিলে বাধে বিপত্তি। নিজের ব্যক্তিগত কাজে যেতে না পেরে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা জড়ান ওই নারী প্রভাষক।
একটি কলেজের প্রভাষক পরিচয় দিলেও এক পুলিশ কর্মকর্তা তাঁর ছবি তুলতে গেলে তিনি মোবাইল কেড়ে নেন। পরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফের মধ্যস্থতায় ওই নারীকে বুঝিয়ে ফেরত পাঠানো হয়। অনুরোধ করার পরেও গাড়ি না ছাড়ায় তিনি ক্ষিপ্ত হন।
রাস্তা বন্ধ থাকায় এমন অনেক গাড়ি ও পথচারীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোবারক আজকের পত্রিকাকে জানান, ভিভিআইপি নিরাপত্তার কারণে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি। তাঁকে কোনো যেতে দিলাম না তাই তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এমনকি আমার সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমি তাঁর নাম পরিচয় জানতে চাইলে সেটিও বলেননি। পরে ছবি তুলতে গেলে সে আমার মোবাইল কেড়ে নিয়ে যায়।
ওই শিক্ষিকার গাড়ি চালক জানান, ম্যাডাম কলেজে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। আমরা আসাদগেট থেকে ইউ টার্ন নিতে চেয়েছি। পুলিশ এর আগেই আটকে দিয়েছে। এ জন্য ম্যাডামের সঙ্গে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
ভারতের রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের সফরের কারণে এমন বাধার মুখে পরতে হয়েছে কলেজগেট এলাকার সুমনা বেগমকে। তাঁর ভাইকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। বেড়িয়ে যাওয়ার পথে হঠাৎ পুলিশের বাধার মুখে পড়েন। একই ভাবে বাধার মুখে পড়েন ব্যক্তিগত জরুরি কাজে গুলশান যেতে চাওয়া রায়হান।
রায়হান বলেন, ব্যক্তিগত একটি কাজে গুলশান যাব। কিন্তু পুলিশ রাস্তা আটকে দিয়েছে। কখন ছাড়বে বুঝতে পারছি না।
এর আগে গতকালই সাধারণ মানুষের এমন বাধার কথা জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছিলেন, এইচএসসি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা যথেষ্ট সময় হাতে রেখে কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য ভিভিআইপি চলাচলের কারণে বিভিন্ন সড়কে গাড়ি চলাচল সীমিত করা হবে। একই নির্দেশনা সাধারণ মানুষের উদ্দেশ্যেও।
সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণের কারণে ভিন্ন রাস্তা ব্যবহারের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারেন। তাই হাতে সময় নিয়ে প্রয়োজনীয় কাজে বের হতে নির্দেশনা দিয়েছিলেন পুলিশের এ কর্মকর্তা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে