টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুরাগতীরে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর। এর এক দিন পর দ্বিতীয় ধাপের ইজতেমার আয়োজক কমিটির মুরব্বিদের (সাদপন্থীদের) কাছ থেকে মাঠের দায়িত্ব বুঝে নিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম অংশে গাজীপুর জেলা প্রশাসনের অস্থায়ী কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় ধাপে আয়োজিত মাওলানা সা’দপন্থী অনুসারীদের কাছ থেকে ময়দান বুঝে নেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফয়জুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান, অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম, সহকারী কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) সোহেল রানা।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি আব্দুস সালাম, রেজাউল করিম, মহিবুল্লাহ, হাজী মনির, আব্দুল হান্নান, মিল্লাত হোসেন, হাজী সিরাজ সিকদার, তানভীর, আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম প্রমুখ।
ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি আব্দুস সালাম বলেন, ‘গত তিনবার আমরা মাঠের ব্যবস্থাপনা থেকে বঞ্চিত হয়েছি। নিশ্চিত এ বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে। প্রথম পর্বের আয়োজকেরা আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি নন। আমরা চাই মাওলানা সাদ কান্ধলভি আগামী বিশ্ব ইজতেমায় যাতে অংশ নিতে পারেন, সে বিষয়ে সরকার সহযোগিতা করবে। আমাদের পর্বে ৯ হাজার ২৩১ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন, যা তাঁদের (যোবায়েরপন্থী) তুলনায় কয়েক গুণ বেশি।’
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘গত রোববার দুই ধাপের ইজতেমা শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী সাদ অনুসারীদের কাছ থেকে ইজতেমা ময়দানের দায়িত্ব বুঝে নিয়েছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ ফের সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হবে।’

গাজীপুরের টঙ্গীতে তুরাগতীরে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর। এর এক দিন পর দ্বিতীয় ধাপের ইজতেমার আয়োজক কমিটির মুরব্বিদের (সাদপন্থীদের) কাছ থেকে মাঠের দায়িত্ব বুঝে নিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম অংশে গাজীপুর জেলা প্রশাসনের অস্থায়ী কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় ধাপে আয়োজিত মাওলানা সা’দপন্থী অনুসারীদের কাছ থেকে ময়দান বুঝে নেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফয়জুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান, অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম, সহকারী কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী জোন) সোহেল রানা।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি আব্দুস সালাম, রেজাউল করিম, মহিবুল্লাহ, হাজী মনির, আব্দুল হান্নান, মিল্লাত হোসেন, হাজী সিরাজ সিকদার, তানভীর, আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম প্রমুখ।
ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি আব্দুস সালাম বলেন, ‘গত তিনবার আমরা মাঠের ব্যবস্থাপনা থেকে বঞ্চিত হয়েছি। নিশ্চিত এ বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে। প্রথম পর্বের আয়োজকেরা আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি নন। আমরা চাই মাওলানা সাদ কান্ধলভি আগামী বিশ্ব ইজতেমায় যাতে অংশ নিতে পারেন, সে বিষয়ে সরকার সহযোগিতা করবে। আমাদের পর্বে ৯ হাজার ২৩১ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন, যা তাঁদের (যোবায়েরপন্থী) তুলনায় কয়েক গুণ বেশি।’
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘গত রোববার দুই ধাপের ইজতেমা শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী সাদ অনুসারীদের কাছ থেকে ইজতেমা ময়দানের দায়িত্ব বুঝে নিয়েছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ ফের সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হবে।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে