নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই কারখানার শ্রমিকেরা। এর জেরে আশপাশের ২০-২২টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা।
এর আগে আজ শনিবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকেরা। তবে বিভিন্ন কারণে শনিবারও শিল্পাঞ্চলের ১ হাজার ৮৬৩টি শিল্প কারখানার মধ্যে কাজ বন্ধ বন্ধ ছিল ১৬টি কারখানায়।
এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ১০টি ও ৬ টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ ও ছুটি থাকা কারখানার মধ্যে বেশির ভাগই তৈরি পোশাক কারখানা। এ ছাড়া অন্যান্য কারখানাও রয়েছে।
শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ কারখানার মধ্যে রয়েছে—লুসাকা গ্রুপের বেক নীটওয়্যার লিমিটেড, বেক সোয়েটার লিমিটেড, মন্ডল নীটওয়্যার লিমিটেড, এনভয় গ্রুপের এনভয় ফ্যাশন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, আঞ্জুমান ডিজাইন লিমিটেড, দ্য রোজ ড্রেসেস লিমিটেড।
এছাড়া স্ব-বেতনে কারখানা ছুটি আছে, কাজ বন্ধ আছে কিংবা শ্রমিকেরা চলে গেছে এমন কারখানার মধ্যে রয়েছে—ম্যাংগোটেক্স লিমিটেড, গ্লোরিয়াস সান ফ্যাশন, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড, জেনারেশন নেক্সট, স্কাইলাইন গার্মেন্টস লিমিটেড, স্কাইলাইন অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস, নিউএইজ গার্মেন্টস, সিডকো লিমিটেডসহ মোট ৩৭টি পোশাক কারখানা।
খোঁজ নিয়ে জানা যায়, সকালের দিকে বন্ধ কারখানা খুলে দেওয়া ও কারখানায় শ্রমিক মারধরের অভিযোগে বিক্ষোভ করে মন্ডল নীটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। এ সময় তারা আশুলিয়ার বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় অবরোধ করেন।

একপর্যায়ে মন্ডল নীটওয়্যার লিমিটেডের ভবন মালিক রাজিব ও তাঁর লোকজন কারখানার দুজন শ্রমিককে মারধরের পর লুকিয়ে রেখেছেন এমন দাবি তুলে রাজিবের বাসায় হামলা চালানো হয়। পাশাপাশি কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এর জেরে ওই এলাকায় বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।
এদিকে একই এলাকায় সকালের দিকে নিম্নতম মজুরি ২২ হাজার ও অপারেটরের বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা গ্রুপের কারখানার শ্রমিকরা। বেলা দেড়টার দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
মন্ডল নীটওয়্যার লিমিটেডের এক শ্রমিক বলেন, ‘মালিকপক্ষ গত বৃহস্পতিবার আমাদের সব দাবি মানা হবে বলে জানায়। কিন্তু আজকে দেখি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কেন বন্ধ হলো সেই জবাব চাই। এজন্য আমরা সড়ক অবরোধ করেছি।’
শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারায় মোট ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ছয়টিতে সাধারণ ছুটি রয়েছে।
তিনি আরও বলেন, মন্ডল গার্মেন্টস ও লুসাকা গার্মেন্টসে আন্দোলনের কারণে আধা বেলা কাজ করার পর আরও ১৫-১৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে লুসাকা গার্মেন্টসের শ্রমিকরা হেলপারের ২২ হাজার টাকা মজুরি ও অপারেটরের ২৫ হাজার টাকা বেতন দাবি করেছে। মন্ডলের শ্রমিকেরা তাঁদের শ্রমিকদের লুকিয়ে রেখেছে দাবি করেছে, আসলে তেমনটি নয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারাতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই কারখানার শ্রমিকেরা। এর জেরে আশপাশের ২০-২২টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা।
এর আগে আজ শনিবার সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকেরা। তবে বিভিন্ন কারণে শনিবারও শিল্পাঞ্চলের ১ হাজার ৮৬৩টি শিল্প কারখানার মধ্যে কাজ বন্ধ বন্ধ ছিল ১৬টি কারখানায়।
এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ১০টি ও ৬ টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ ও ছুটি থাকা কারখানার মধ্যে বেশির ভাগই তৈরি পোশাক কারখানা। এ ছাড়া অন্যান্য কারখানাও রয়েছে।
শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ কারখানার মধ্যে রয়েছে—লুসাকা গ্রুপের বেক নীটওয়্যার লিমিটেড, বেক সোয়েটার লিমিটেড, মন্ডল নীটওয়্যার লিমিটেড, এনভয় গ্রুপের এনভয় ফ্যাশন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, আঞ্জুমান ডিজাইন লিমিটেড, দ্য রোজ ড্রেসেস লিমিটেড।
এছাড়া স্ব-বেতনে কারখানা ছুটি আছে, কাজ বন্ধ আছে কিংবা শ্রমিকেরা চলে গেছে এমন কারখানার মধ্যে রয়েছে—ম্যাংগোটেক্স লিমিটেড, গ্লোরিয়াস সান ফ্যাশন, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড, জেনারেশন নেক্সট, স্কাইলাইন গার্মেন্টস লিমিটেড, স্কাইলাইন অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস, নিউএইজ গার্মেন্টস, সিডকো লিমিটেডসহ মোট ৩৭টি পোশাক কারখানা।
খোঁজ নিয়ে জানা যায়, সকালের দিকে বন্ধ কারখানা খুলে দেওয়া ও কারখানায় শ্রমিক মারধরের অভিযোগে বিক্ষোভ করে মন্ডল নীটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা। এ সময় তারা আশুলিয়ার বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় অবরোধ করেন।

একপর্যায়ে মন্ডল নীটওয়্যার লিমিটেডের ভবন মালিক রাজিব ও তাঁর লোকজন কারখানার দুজন শ্রমিককে মারধরের পর লুকিয়ে রেখেছেন এমন দাবি তুলে রাজিবের বাসায় হামলা চালানো হয়। পাশাপাশি কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এর জেরে ওই এলাকায় বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।
এদিকে একই এলাকায় সকালের দিকে নিম্নতম মজুরি ২২ হাজার ও অপারেটরের বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা গ্রুপের কারখানার শ্রমিকরা। বেলা দেড়টার দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
মন্ডল নীটওয়্যার লিমিটেডের এক শ্রমিক বলেন, ‘মালিকপক্ষ গত বৃহস্পতিবার আমাদের সব দাবি মানা হবে বলে জানায়। কিন্তু আজকে দেখি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কেন বন্ধ হলো সেই জবাব চাই। এজন্য আমরা সড়ক অবরোধ করেছি।’
শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারায় মোট ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ছয়টিতে সাধারণ ছুটি রয়েছে।
তিনি আরও বলেন, মন্ডল গার্মেন্টস ও লুসাকা গার্মেন্টসে আন্দোলনের কারণে আধা বেলা কাজ করার পর আরও ১৫-১৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে লুসাকা গার্মেন্টসের শ্রমিকরা হেলপারের ২২ হাজার টাকা মজুরি ও অপারেটরের ২৫ হাজার টাকা বেতন দাবি করেছে। মন্ডলের শ্রমিকেরা তাঁদের শ্রমিকদের লুকিয়ে রেখেছে দাবি করেছে, আসলে তেমনটি নয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারাতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১২ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৩৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে