মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে স্থানীয়রা এ দুই শিশুর লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
দুই শিশুর স্বজনেরা জানান, লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা ছিলেন কাজে ব্যস্ত। এই সুযোগে মাদ্রাসা থেকে ফিরে দুপুরে পাশের কুমার নদে গোসলে যায় ভাইবোন। গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এরপর অভিযান বন্ধ রাখা হয়। আজ শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
দুই শিশুর মা মিনু বেগম বলেন, ‘আল্লাহ যেন কাউকে এমন শোক না দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, কীভাবে নেমে নেব!’
তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলেন। আমার দুই সন্তানকে কেন কেড়ে নিলেন?’
প্রতিবেশী মনোয়ারা বেগম বলেন, ‘তিন মেয়ের পরে ছেলে হয়েছে। তাই বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। কিন্তু তা পূরণ হলো না। অকালেই হারাতে হলো দুই সন্তানকে। আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন।’

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে স্থানীয়রা এ দুই শিশুর লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
দুই শিশুর স্বজনেরা জানান, লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা ছিলেন কাজে ব্যস্ত। এই সুযোগে মাদ্রাসা থেকে ফিরে দুপুরে পাশের কুমার নদে গোসলে যায় ভাইবোন। গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এরপর অভিযান বন্ধ রাখা হয়। আজ শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
দুই শিশুর মা মিনু বেগম বলেন, ‘আল্লাহ যেন কাউকে এমন শোক না দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, কীভাবে নেমে নেব!’
তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলেন। আমার দুই সন্তানকে কেন কেড়ে নিলেন?’
প্রতিবেশী মনোয়ারা বেগম বলেন, ‘তিন মেয়ের পরে ছেলে হয়েছে। তাই বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। কিন্তু তা পূরণ হলো না। অকালেই হারাতে হলো দুই সন্তানকে। আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে