নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদাম ও সংলগ্ন একটি পোশাক কারখানায় গতকাল মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত তিনজন। তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গতকাল রাত থেকে অপেক্ষা করছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। কেউ খুঁজছেন বোনকে, কেউবা মেয়েকে। তাঁদেরই একজন লালমনিরহাটের আব্দুল মান্নান, তিনি খুঁজছেন তাঁর মেয়ে মৌসুমি আক্তারকে। এসএসসি পাসের পর দারিদ্র্যের কারণে পড়াশোনা করতে না পারা মৌসুমি মাত্র এক মাস আগে রাজধানীতে এসে পোশাক কারখানায় কাজ শুরু করেছিলেন। বাবার সঙ্গে থেকেই কাজ করতেন শিয়ালবাড়ির সেই কারখানায়।
আব্দুল মান্নান বলেন, কাল যখন আগুন লাগার খবর পান, তখনই রিকশা গ্যারেজে রেখে ছুটে আসেন। মেয়ের খোঁজে সারা দিন গেটের সামনে দাঁড়িয়ে থাকেন। একে একে লাশ বের হতে দেখেন, কিন্তু কোথাও মেয়েকে পাননি। এখন এখানে এসেছেন, ভাবছেন হয়তো মেয়ে এখানে আছে। তিনি বলেন, ‘যদি এখানেও না পাই, তাহলে কোথায় খুঁজব?’ এই বলেই ভেঙে পড়েন এই অসহায় বাবা।

তিন সন্তানের মা মুক্তার খোঁজে ভাই
শরীয়তপুর থেকে এসেছেন আব্দুল দেওয়ান, খুঁজছেন তাঁর বোন মুক্তাকে। ৩৫ বছর বয়সী মুক্তা তিন সন্তানের মা। কয়েক মাস ধরে বেকার থাকার পর দেড় মাস আগে ওই পোশাক কারখানায় চাকরি পেয়েছিলেন। এখন তিনি নিখোঁজ।
বড় ভাই আব্দুল দেওয়ান বলেন, ‘গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত হাসপাতালে ঘুরছি। মুক্তার কোনো খোঁজ নেই। ভাবছি যদি মৃতদের মধ্যেও তার খোঁজ পেতাম, তাহলে অন্তত নিশ্চয়তা পেতাম। এখন তো সেটাও নেই। ওর বাচ্চাগুলোকে কী বলব? কোথায় খুঁজে পাব তাদের মাকে, আমার বোনকে?’
হাসপাতাল চত্বরে দেখা যায় আরও দুই পরিবার প্রিয়জনের খোঁজে ব্যাকুল হয়ে ঘুরছে। মৃতদেহ শনাক্তকরণ ও তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছে তাঁরাও।

মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদাম ও সংলগ্ন একটি পোশাক কারখানায় গতকাল মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত তিনজন। তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গতকাল রাত থেকে অপেক্ষা করছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। কেউ খুঁজছেন বোনকে, কেউবা মেয়েকে। তাঁদেরই একজন লালমনিরহাটের আব্দুল মান্নান, তিনি খুঁজছেন তাঁর মেয়ে মৌসুমি আক্তারকে। এসএসসি পাসের পর দারিদ্র্যের কারণে পড়াশোনা করতে না পারা মৌসুমি মাত্র এক মাস আগে রাজধানীতে এসে পোশাক কারখানায় কাজ শুরু করেছিলেন। বাবার সঙ্গে থেকেই কাজ করতেন শিয়ালবাড়ির সেই কারখানায়।
আব্দুল মান্নান বলেন, কাল যখন আগুন লাগার খবর পান, তখনই রিকশা গ্যারেজে রেখে ছুটে আসেন। মেয়ের খোঁজে সারা দিন গেটের সামনে দাঁড়িয়ে থাকেন। একে একে লাশ বের হতে দেখেন, কিন্তু কোথাও মেয়েকে পাননি। এখন এখানে এসেছেন, ভাবছেন হয়তো মেয়ে এখানে আছে। তিনি বলেন, ‘যদি এখানেও না পাই, তাহলে কোথায় খুঁজব?’ এই বলেই ভেঙে পড়েন এই অসহায় বাবা।

তিন সন্তানের মা মুক্তার খোঁজে ভাই
শরীয়তপুর থেকে এসেছেন আব্দুল দেওয়ান, খুঁজছেন তাঁর বোন মুক্তাকে। ৩৫ বছর বয়সী মুক্তা তিন সন্তানের মা। কয়েক মাস ধরে বেকার থাকার পর দেড় মাস আগে ওই পোশাক কারখানায় চাকরি পেয়েছিলেন। এখন তিনি নিখোঁজ।
বড় ভাই আব্দুল দেওয়ান বলেন, ‘গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত হাসপাতালে ঘুরছি। মুক্তার কোনো খোঁজ নেই। ভাবছি যদি মৃতদের মধ্যেও তার খোঁজ পেতাম, তাহলে অন্তত নিশ্চয়তা পেতাম। এখন তো সেটাও নেই। ওর বাচ্চাগুলোকে কী বলব? কোথায় খুঁজে পাব তাদের মাকে, আমার বোনকে?’
হাসপাতাল চত্বরে দেখা যায় আরও দুই পরিবার প্রিয়জনের খোঁজে ব্যাকুল হয়ে ঘুরছে। মৃতদেহ শনাক্তকরণ ও তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছে তাঁরাও।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৭ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৯ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে