Ajker Patrika

তালাক দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৮: ২৫
তালাক দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

মাদকাসক্ত স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার মামলায় মো. সাগর মোল্লাকে (২২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

আজ বুধবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আশোক কুমার দত্ত এ রায় দেন। 

রায় ঘোষণার সময় সাগর কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি ফরিদপুর শহরের পশ্চিম সাবাসপুর এলাকার বাসিন্দা। 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মো. সাগর মোল্লার সঙ্গে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর মল্লিক পাড়া এলাকার বাসিন্দা মো. সালাম মল্লিকের মেয়ে শারমিনের (১৯) বিয়ে হয়। বিয়ের পর শারমিন বুঝতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত। এ নিয়ে সাংসারিক গোলযোগের একপর্যায়ে শারমিন বাবার বাড়িতে চলে আসেন এবং সাগরকে তালাক দেন। 

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাগর বাড়িতে গিয়ে শারমিনের বুকে ও পেটে এলোপাতাড়িভাবে কোপ দিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় শারমিনকে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এ ঘটনায় শারমিনের ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সাগরকে একমাত্র আসামি করে হত্যা প্রচেষ্টার অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় ২০২২ সালের ২ ডিসেম্বর মামলা দায়ের করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর মারা যান শারমিন। শারমিনের মৃত্যুর পর কোতয়ালী থানায় তাঁর ভাইয়ের দায়ের করা ওই মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হয়। 

গত ৩০ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল সাগরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিপি নওয়াব আলী বলেন, এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ের ফলে সমাজে হত্যার প্রবণতা কমে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত