
দেশের ওপর থেকে বয়ে চলা দাবদাহ আরও সাত দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ২০ এপ্রিলের পর বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দাবদাহ অব্যাহত থাকবে আরও সাত দিন। এই সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।’
এর আগের বছর এই সময়ে তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল জানিয়ে বজলুর রশীদ বলেন, ‘এবারও তাপমাত্রা এমন হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলেও তা চলতি মাসের ২০ তারিখের পর।’
এদিকে চুয়াডাঙ্গা জেলায় আট দিন ধরেই বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আজ খুলনা বিভাগের এই জেলাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি দাবদাহ।
অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গাবাসী। স্বস্তিতে নেই পশু-পাখিও। কাঠফাটা গরমে যেন নাভিশ্বাস উঠেছে জনজীবন।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, টানা আট দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা আট দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে।
এই কর্মকর্তা আরও বলেন, বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।

দেশের ওপর থেকে বয়ে চলা দাবদাহ আরও সাত দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ২০ এপ্রিলের পর বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দাবদাহ অব্যাহত থাকবে আরও সাত দিন। এই সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।’
এর আগের বছর এই সময়ে তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল জানিয়ে বজলুর রশীদ বলেন, ‘এবারও তাপমাত্রা এমন হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলেও তা চলতি মাসের ২০ তারিখের পর।’
এদিকে চুয়াডাঙ্গা জেলায় আট দিন ধরেই বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আজ খুলনা বিভাগের এই জেলাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি দাবদাহ।
অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গাবাসী। স্বস্তিতে নেই পশু-পাখিও। কাঠফাটা গরমে যেন নাভিশ্বাস উঠেছে জনজীবন।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, টানা আট দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা আট দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে।
এই কর্মকর্তা আরও বলেন, বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আমরা শুনানির জন্য অপেক্ষায় আছি। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে রায় দিলে, তখন একটা ফাইনাল জায়গায় আমরা যেতে পারি।
১৫ মিনিট আগে
নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
৪১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
৪৪ মিনিট আগে