
রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে সংঘর্ষের ঘটনায় দর্শকদের ছোড়া ইটের আঘাতে আহত হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বাসায় ফেরার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন ফারুক।
মহিউদ্দিন ফারুক জানান, ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ। তিনি এখন বাসায় বিশ্রাম করছেন। ডাক্তার জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, জানতে চাইলে মহিউদ্দিন ফারুক বলেন, থানার নিয়মিত কার্যক্রম হিসেবে সাধারণ ডায়েরি হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। হবে কি না, এখনই বলতে পারছি না। কোনো সিদ্ধান্ত হয়নি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাতিরঝিলের এমফি থিয়েটারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল অনুষ্ঠান দেখার জন্য ধারণক্ষমতার তিন গুণ দর্শক চলে আসায় ভেতরে প্রবেশ নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনা সামাল দিতে গিয়ে মূলত সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিরঝিল থানার ওসিসহ আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’
এ ঘটনায় কেউ আটক আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। গতকালের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আজ অনুষ্ঠানের শেষ দিন, কিন্তু হবে কি না বলতে পারছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিলের এমফি থিয়েটারে প্রবেশ করতে না পেরে সংঘর্ষে জড়ায় আগত দর্শনার্থীরা। পরে পুলিশ তাদের নিবৃত করতে গেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আর এতেই আহত হন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে