নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গুলশান সোসাইটি একটি ‘সিন্ডিকেট’ গড়ে তুলছে, যারা ২০ হাজার টাকার প্যাডেল রিকশা কয়েক গুণ বেশি দামে রাস্তায় নামাচ্ছে। এতে দরিদ্র চালকদের কাজের সুযোগ হারিয়ে যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হলে গুলশানে অন্য কোনো রিকশাও চালাতে দেওয়া হবে না।
চালকেরা জানান, বাড্ডা, নর্দ্দা, গুলশানসহ আশপাশের এলাকা থেকে তাঁরা রিকশা চালাতে আসেন। এই নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।
এদিকে, বিক্ষোভ চলাকালে কিছু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছে, কয়েকজন চালক গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেলচালিত রিকশার ওপর হামলা চালান এবং ‘অটোরিকশা নিষিদ্ধ’ লেখা ব্যানার খুলে ছিঁড়ে ফেলেন। এ ছাড়া, বিভিন্ন এলাকা থেকে আরও চালককে গুলশানে আসার আহ্বান জানিয়ে স্থানীয়ভাবে প্রচারণা চালানো হচ্ছে।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদ বলেন, অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশার কারণে গুলশানে ছিনতাই, চাঁদাবাজি ও যানজট বেড়েছে। তাই শুধু গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ রিকশাচালকেরা গুলশান ও বনানীতে মিছিল করেন। পুলিশ জানিয়েছে, রিকশা চালাতে হলে সোসাইটিতে নিবন্ধন করতে হবে।

উল্লেখ্য, গুলশানে আগে শুধু নির্দিষ্ট রঙের নিবন্ধিত প্যাডেলচালিত রিকশা চলাচল করত। তবে সাত-আট মাস ধরে বাইরের রিকশা ও ব্যাটারিচালিত রিকশাও ঢুকছে। এতে এলাকায় যানজট ও বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে, যাঁরা পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন।

গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গুলশান সোসাইটি একটি ‘সিন্ডিকেট’ গড়ে তুলছে, যারা ২০ হাজার টাকার প্যাডেল রিকশা কয়েক গুণ বেশি দামে রাস্তায় নামাচ্ছে। এতে দরিদ্র চালকদের কাজের সুযোগ হারিয়ে যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হলে গুলশানে অন্য কোনো রিকশাও চালাতে দেওয়া হবে না।
চালকেরা জানান, বাড্ডা, নর্দ্দা, গুলশানসহ আশপাশের এলাকা থেকে তাঁরা রিকশা চালাতে আসেন। এই নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।
এদিকে, বিক্ষোভ চলাকালে কিছু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছে, কয়েকজন চালক গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেলচালিত রিকশার ওপর হামলা চালান এবং ‘অটোরিকশা নিষিদ্ধ’ লেখা ব্যানার খুলে ছিঁড়ে ফেলেন। এ ছাড়া, বিভিন্ন এলাকা থেকে আরও চালককে গুলশানে আসার আহ্বান জানিয়ে স্থানীয়ভাবে প্রচারণা চালানো হচ্ছে।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদ বলেন, অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশার কারণে গুলশানে ছিনতাই, চাঁদাবাজি ও যানজট বেড়েছে। তাই শুধু গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ রিকশাচালকেরা গুলশান ও বনানীতে মিছিল করেন। পুলিশ জানিয়েছে, রিকশা চালাতে হলে সোসাইটিতে নিবন্ধন করতে হবে।

উল্লেখ্য, গুলশানে আগে শুধু নির্দিষ্ট রঙের নিবন্ধিত প্যাডেলচালিত রিকশা চলাচল করত। তবে সাত-আট মাস ধরে বাইরের রিকশা ও ব্যাটারিচালিত রিকশাও ঢুকছে। এতে এলাকায় যানজট ও বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে, যাঁরা পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
২৭ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
৪০ মিনিট আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩ ঘণ্টা আগে