সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা এবং এর ৭০ ভাগ মূল মজুরি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিজিএসএফ। একই সঙ্গে পোশাক খাতের জন্য মজুরি বোর্ড পুনর্গঠনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি প্রকাশ করা হয়।
বিজিএসএফের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু বলেন, আজ দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে পোশাকশ্রমিকদের সর্বমোট মজুরি ২২ হাজার টাকা, শ্রম আইন সংশোধন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, প্রতি কারখানায় শ্রমিক কলোনি নির্মাণ, প্রতি শিল্প এলাকায় ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবির ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করে আগামী ২০২৪ সালের জানুয়ারিতে নতুন কাঠামোতে বেতন দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশের শ্রমিকেরা সবচেয়ে কম বেতনে কাজ করেন। এটি আসলেই লজ্জাজনক। শ্রমিকদের বেতন না দিয়ে মালিকপক্ষ অতিরিক্ত লাভ করে যাচ্ছে। একটা কারখানা থেকে লাভ করে একের পর এক প্রতিষ্ঠান বানাচ্ছে।
সাইফুল হক আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় অনেক কমে গেছে। আগে এই টাকা দিয়ে যেভাবে জীবন যাপন করা যেত, বর্তমানে ওই বেতন দিয়ে তা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ভার, মুদ্রাস্ফীতি হিসাবে নিয়ে অতিদ্রুত শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য আনসার আলী দুলাল, বিজিএসএফের সাংগঠনিক সম্পাদক আলাল মোল্লা আওয়াল, শ্রমিক নেতা আলমগীর হোসেন প্রমুখ।

ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা এবং এর ৭০ ভাগ মূল মজুরি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিজিএসএফ। একই সঙ্গে পোশাক খাতের জন্য মজুরি বোর্ড পুনর্গঠনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি প্রকাশ করা হয়।
বিজিএসএফের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু বলেন, আজ দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে পোশাকশ্রমিকদের সর্বমোট মজুরি ২২ হাজার টাকা, শ্রম আইন সংশোধন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, প্রতি কারখানায় শ্রমিক কলোনি নির্মাণ, প্রতি শিল্প এলাকায় ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবির ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করে আগামী ২০২৪ সালের জানুয়ারিতে নতুন কাঠামোতে বেতন দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশের শ্রমিকেরা সবচেয়ে কম বেতনে কাজ করেন। এটি আসলেই লজ্জাজনক। শ্রমিকদের বেতন না দিয়ে মালিকপক্ষ অতিরিক্ত লাভ করে যাচ্ছে। একটা কারখানা থেকে লাভ করে একের পর এক প্রতিষ্ঠান বানাচ্ছে।
সাইফুল হক আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় অনেক কমে গেছে। আগে এই টাকা দিয়ে যেভাবে জীবন যাপন করা যেত, বর্তমানে ওই বেতন দিয়ে তা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ভার, মুদ্রাস্ফীতি হিসাবে নিয়ে অতিদ্রুত শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য আনসার আলী দুলাল, বিজিএসএফের সাংগঠনিক সম্পাদক আলাল মোল্লা আওয়াল, শ্রমিক নেতা আলমগীর হোসেন প্রমুখ।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
১৭ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে