সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা এবং এর ৭০ ভাগ মূল মজুরি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিজিএসএফ। একই সঙ্গে পোশাক খাতের জন্য মজুরি বোর্ড পুনর্গঠনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি প্রকাশ করা হয়।
বিজিএসএফের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু বলেন, আজ দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে পোশাকশ্রমিকদের সর্বমোট মজুরি ২২ হাজার টাকা, শ্রম আইন সংশোধন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, প্রতি কারখানায় শ্রমিক কলোনি নির্মাণ, প্রতি শিল্প এলাকায় ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবির ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করে আগামী ২০২৪ সালের জানুয়ারিতে নতুন কাঠামোতে বেতন দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশের শ্রমিকেরা সবচেয়ে কম বেতনে কাজ করেন। এটি আসলেই লজ্জাজনক। শ্রমিকদের বেতন না দিয়ে মালিকপক্ষ অতিরিক্ত লাভ করে যাচ্ছে। একটা কারখানা থেকে লাভ করে একের পর এক প্রতিষ্ঠান বানাচ্ছে।
সাইফুল হক আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় অনেক কমে গেছে। আগে এই টাকা দিয়ে যেভাবে জীবন যাপন করা যেত, বর্তমানে ওই বেতন দিয়ে তা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ভার, মুদ্রাস্ফীতি হিসাবে নিয়ে অতিদ্রুত শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য আনসার আলী দুলাল, বিজিএসএফের সাংগঠনিক সম্পাদক আলাল মোল্লা আওয়াল, শ্রমিক নেতা আলমগীর হোসেন প্রমুখ।

ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা এবং এর ৭০ ভাগ মূল মজুরি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিজিএসএফ। একই সঙ্গে পোশাক খাতের জন্য মজুরি বোর্ড পুনর্গঠনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি প্রকাশ করা হয়।
বিজিএসএফের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু বলেন, আজ দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে পোশাকশ্রমিকদের সর্বমোট মজুরি ২২ হাজার টাকা, শ্রম আইন সংশোধন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, প্রতি কারখানায় শ্রমিক কলোনি নির্মাণ, প্রতি শিল্প এলাকায় ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবির ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করে আগামী ২০২৪ সালের জানুয়ারিতে নতুন কাঠামোতে বেতন দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশের শ্রমিকেরা সবচেয়ে কম বেতনে কাজ করেন। এটি আসলেই লজ্জাজনক। শ্রমিকদের বেতন না দিয়ে মালিকপক্ষ অতিরিক্ত লাভ করে যাচ্ছে। একটা কারখানা থেকে লাভ করে একের পর এক প্রতিষ্ঠান বানাচ্ছে।
সাইফুল হক আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় অনেক কমে গেছে। আগে এই টাকা দিয়ে যেভাবে জীবন যাপন করা যেত, বর্তমানে ওই বেতন দিয়ে তা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ভার, মুদ্রাস্ফীতি হিসাবে নিয়ে অতিদ্রুত শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য আনসার আলী দুলাল, বিজিএসএফের সাংগঠনিক সম্পাদক আলাল মোল্লা আওয়াল, শ্রমিক নেতা আলমগীর হোসেন প্রমুখ।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২১ মিনিট আগে