গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মেয়েকে (বিবাহিত) উত্ত্যক্ত করার প্রতিবেশীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তারকৃত আসামি। হত্যাকাণ্ডের প্রায় আড়াই বছর পর গতকাল মঙ্গলবার গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত সোমবার দিবাগত রাতে কাশিমপুরের পূর্ব এনায়েতপুর সবুজ কানন বাজার এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে তারা নিজেদের ঘটনায় সঙ্গে জড়িত বলে মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।’
নিহতের নাম হামিদুল ইসলাম রবিউল (২০)। তিনি বগুড়ার সোনাতলা থানার দিগদাইড় এলাকার মো. ইমদাদুল হকের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালীর কলাপাড়া থানার চাকামহিয়া এলাকার সোহেল হাওলাদার (২৭), বগুড়ার সোনাতলা থানার পাঠানপাড়া এলাকার রতন মিয়া (২৫), একই এলাকার ইসরাফিল (৪০)।
নিহত এবং গ্রেপ্তারকৃতরা গাজীপুর মহানগরীর থানার এনায়েতপুর এলাকায় ভাড়া থাকতেন। তাঁরা সবাই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পিবিআই কর্মকর্তা মাকছুদুর রহমান বলেন, ‘নিহত রবিউল মাঝে মাঝে রাতে ভাড়া বাসা সংলগ্ন অটোরিকশা গ্যারেজে গিয়ে তাদের ওয়াইফাই ব্যবহার করতেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর রাতে ওই গ্যারেজে যান রবিউল। রাত ৩টার দিকে তাঁর মা রবিউলকে রুমে না পেয়ে ওই গ্যারেজে গিয়ে আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় রবিউলের মা চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে রবিউলকে নিচে নামায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে কাশিমপুর থানার অপমৃত্যু মামলা করা হয়।’
মাকছুদুর রহমান আরও বলেন, ‘মামলাটি তদন্তকালে ২০২১ সালের ২০ জুন ময়নাতদন্ত প্রতিবেদনে এটিকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হলে হত্যা মামলা রুজু হয়। কাশিমপুর থানা-পুলিশ ১০ মাস তদন্ত শেষে মামলার রহস্য উদ্ঘাটন করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। আদালত চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে স্ব-প্রণোদিত হয়ে মামলাটি পিবিআই গাজীপুর জেলাকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরে পিবিআই মামলার তদন্ত শুরু করে। একপর্যায়ে গত সোমবার দিবাগত রাতে কাশিমপুরের পূর্ব এনায়েতপুর সবুজ কানন বাজার এলাকা থেকে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা ও ভুক্তভোগী পূর্ব এনায়েতপুর এলাকায় একই বাড়িতে পাশাপাশি কক্ষে স্ব-পরিবারে বসবাস করতেন। গ্রেপ্তার হওয়া ইসরাফিল দাবি করেছেন, তাঁর বিবাহিত মেয়েকে উত্ত্যক্ত করতেন রবিউল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বাদানুবাদ হয়। মেয়ের সংসার টিকিয়ে রাখার জন্য ইসরাফিল রবিউলকে হত্যা করার পরিকল্পনা করেন। পরে ওই দিন রাতে সহযোগীদের নিয়ে ইসরাফিল গলায় রশি পেঁচিয়ে রবিউলকে মারধর করেন। রবিউল অচেতন হয়ে পড়লে গ্যারেজের আড়ার সঙ্গে রবিউলকে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’

গাজীপুরে মেয়েকে (বিবাহিত) উত্ত্যক্ত করার প্রতিবেশীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তারকৃত আসামি। হত্যাকাণ্ডের প্রায় আড়াই বছর পর গতকাল মঙ্গলবার গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত সোমবার দিবাগত রাতে কাশিমপুরের পূর্ব এনায়েতপুর সবুজ কানন বাজার এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে তারা নিজেদের ঘটনায় সঙ্গে জড়িত বলে মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।’
নিহতের নাম হামিদুল ইসলাম রবিউল (২০)। তিনি বগুড়ার সোনাতলা থানার দিগদাইড় এলাকার মো. ইমদাদুল হকের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পটুয়াখালীর কলাপাড়া থানার চাকামহিয়া এলাকার সোহেল হাওলাদার (২৭), বগুড়ার সোনাতলা থানার পাঠানপাড়া এলাকার রতন মিয়া (২৫), একই এলাকার ইসরাফিল (৪০)।
নিহত এবং গ্রেপ্তারকৃতরা গাজীপুর মহানগরীর থানার এনায়েতপুর এলাকায় ভাড়া থাকতেন। তাঁরা সবাই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পিবিআই কর্মকর্তা মাকছুদুর রহমান বলেন, ‘নিহত রবিউল মাঝে মাঝে রাতে ভাড়া বাসা সংলগ্ন অটোরিকশা গ্যারেজে গিয়ে তাদের ওয়াইফাই ব্যবহার করতেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর রাতে ওই গ্যারেজে যান রবিউল। রাত ৩টার দিকে তাঁর মা রবিউলকে রুমে না পেয়ে ওই গ্যারেজে গিয়ে আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় রবিউলের মা চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে রবিউলকে নিচে নামায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে কাশিমপুর থানার অপমৃত্যু মামলা করা হয়।’
মাকছুদুর রহমান আরও বলেন, ‘মামলাটি তদন্তকালে ২০২১ সালের ২০ জুন ময়নাতদন্ত প্রতিবেদনে এটিকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হলে হত্যা মামলা রুজু হয়। কাশিমপুর থানা-পুলিশ ১০ মাস তদন্ত শেষে মামলার রহস্য উদ্ঘাটন করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। আদালত চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে স্ব-প্রণোদিত হয়ে মামলাটি পিবিআই গাজীপুর জেলাকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরে পিবিআই মামলার তদন্ত শুরু করে। একপর্যায়ে গত সোমবার দিবাগত রাতে কাশিমপুরের পূর্ব এনায়েতপুর সবুজ কানন বাজার এলাকা থেকে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা ও ভুক্তভোগী পূর্ব এনায়েতপুর এলাকায় একই বাড়িতে পাশাপাশি কক্ষে স্ব-পরিবারে বসবাস করতেন। গ্রেপ্তার হওয়া ইসরাফিল দাবি করেছেন, তাঁর বিবাহিত মেয়েকে উত্ত্যক্ত করতেন রবিউল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বাদানুবাদ হয়। মেয়ের সংসার টিকিয়ে রাখার জন্য ইসরাফিল রবিউলকে হত্যা করার পরিকল্পনা করেন। পরে ওই দিন রাতে সহযোগীদের নিয়ে ইসরাফিল গলায় রশি পেঁচিয়ে রবিউলকে মারধর করেন। রবিউল অচেতন হয়ে পড়লে গ্যারেজের আড়ার সঙ্গে রবিউলকে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে