সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে বিদেশি পিস্তল-রাইফেলের গুলি ও চাপাতি-চাকুসহ মো. ইমাম হোসেন ইফতি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ঘরের ওয়ার্ডরোবের একটি ড্রয়ার থেকে চারটি শটগানের গুলি, একটি ৯ এমএম পিস্তলের গুলি ও একটি চায়নিজ রাইফেলের গুলিসহ মোট ছয়টি গুলি ও দুটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইমাম হোসেন ওই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বাসায় দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইমাম হোসেন ইফতির বাসায় অভিযান চালানো হয়। পরে তাঁর দেখানো স্থান থেকে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ইমাম হোসেন ইফতির কাছে যে গুলি পাওয়া গেছে, সেগুলো সাধারণত বড় বড় ক্রিমিনালরা (অপরাধী) ব্যবহার করে। সেগুলো তাঁর কাছে কোথা থেকে এল, তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা গুলি পুলিশের লুট হওয়া কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, তদন্ত ছাড়া বলা যাবে না।

সাভারে বিদেশি পিস্তল-রাইফেলের গুলি ও চাপাতি-চাকুসহ মো. ইমাম হোসেন ইফতি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ঘরের ওয়ার্ডরোবের একটি ড্রয়ার থেকে চারটি শটগানের গুলি, একটি ৯ এমএম পিস্তলের গুলি ও একটি চায়নিজ রাইফেলের গুলিসহ মোট ছয়টি গুলি ও দুটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইমাম হোসেন ওই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বাসায় দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইমাম হোসেন ইফতির বাসায় অভিযান চালানো হয়। পরে তাঁর দেখানো স্থান থেকে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ইমাম হোসেন ইফতির কাছে যে গুলি পাওয়া গেছে, সেগুলো সাধারণত বড় বড় ক্রিমিনালরা (অপরাধী) ব্যবহার করে। সেগুলো তাঁর কাছে কোথা থেকে এল, তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা গুলি পুলিশের লুট হওয়া কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, তদন্ত ছাড়া বলা যাবে না।

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন তপসী দাস (৪৩) নিহত হয়েছেন। নিহত তপসী দাস আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলেপাড়ার প্রবাদ দাসের স্ত্রী।
৩৮ মিনিট আগে
দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদভাবে এটিকে নিষ্ক্রিয় করেন।
৪০ মিনিট আগে
অনিক ঢাকায় একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি করেন। বিকেলে ঢাকার উদ্দেশে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রায়হান খান (২৫) চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।
১ ঘণ্টা আগে