নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে প্রতি মাসে ১ কোটি পরিবারকে পণ্য দেওয়া হবে। একমাত্র যাদের কার্ড আছে, তারাই এই সুযোগ পাবে।’
আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টিসিবির ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইতিমধ্যে ৮৫ শতাংশ কার্ড তৈরি হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে ১৩ লাখ কার্ড বিতরণ করা হবে। প্রায় অর্ধেক কার্ড তৈরি হয়ে গেছে।
একটি ওয়ার্ডে একাধিক ডিলারের দোকান থাকবে। সেখান থেকে ব্যক্তি স্ক্যানিং করে পণ্য কিনতে পারবেন। এই স্ক্যানিংয়ের তথ্য ডাটাবেজে যুক্ত থাকবে। মাসে একবারের বেশি স্ক্যানিং করার সুযোগ থাকবে না বলেও জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের দাম হঠাৎ করে বেশি। খুব চেষ্টা করা হচ্ছে কীভাবে কী করা যায়। আমাদের কাছে হিসাব আছে। ধরেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচের জন্য প্রতি কেজিতে ৫০ পয়সা করে বাড়তে পারে। সেখানে ব্যবসায়ীরা ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এখানে কোনো লজিক আছে? নাই।’
মন্ত্রী বলেন, ‘আমরা কষ্টে আছি স্বীকার করছি। আমাদের যেটা দেখা দরকার, কষ্টটা লাঘব করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী চেষ্টা করছেন।’
অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকৃত দাম কেমন পড়ছে তা ক্যালকুলেশন করে নতুন দাম নির্ধারণ করা হবে।’

অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে প্রতি মাসে ১ কোটি পরিবারকে পণ্য দেওয়া হবে। একমাত্র যাদের কার্ড আছে, তারাই এই সুযোগ পাবে।’
আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টিসিবির ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইতিমধ্যে ৮৫ শতাংশ কার্ড তৈরি হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে ১৩ লাখ কার্ড বিতরণ করা হবে। প্রায় অর্ধেক কার্ড তৈরি হয়ে গেছে।
একটি ওয়ার্ডে একাধিক ডিলারের দোকান থাকবে। সেখান থেকে ব্যক্তি স্ক্যানিং করে পণ্য কিনতে পারবেন। এই স্ক্যানিংয়ের তথ্য ডাটাবেজে যুক্ত থাকবে। মাসে একবারের বেশি স্ক্যানিং করার সুযোগ থাকবে না বলেও জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের দাম হঠাৎ করে বেশি। খুব চেষ্টা করা হচ্ছে কীভাবে কী করা যায়। আমাদের কাছে হিসাব আছে। ধরেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচের জন্য প্রতি কেজিতে ৫০ পয়সা করে বাড়তে পারে। সেখানে ব্যবসায়ীরা ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এখানে কোনো লজিক আছে? নাই।’
মন্ত্রী বলেন, ‘আমরা কষ্টে আছি স্বীকার করছি। আমাদের যেটা দেখা দরকার, কষ্টটা লাঘব করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী চেষ্টা করছেন।’
অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকৃত দাম কেমন পড়ছে তা ক্যালকুলেশন করে নতুন দাম নির্ধারণ করা হবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে