নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে প্রতি মাসে ১ কোটি পরিবারকে পণ্য দেওয়া হবে। একমাত্র যাদের কার্ড আছে, তারাই এই সুযোগ পাবে।’
আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টিসিবির ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইতিমধ্যে ৮৫ শতাংশ কার্ড তৈরি হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে ১৩ লাখ কার্ড বিতরণ করা হবে। প্রায় অর্ধেক কার্ড তৈরি হয়ে গেছে।
একটি ওয়ার্ডে একাধিক ডিলারের দোকান থাকবে। সেখান থেকে ব্যক্তি স্ক্যানিং করে পণ্য কিনতে পারবেন। এই স্ক্যানিংয়ের তথ্য ডাটাবেজে যুক্ত থাকবে। মাসে একবারের বেশি স্ক্যানিং করার সুযোগ থাকবে না বলেও জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের দাম হঠাৎ করে বেশি। খুব চেষ্টা করা হচ্ছে কীভাবে কী করা যায়। আমাদের কাছে হিসাব আছে। ধরেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচের জন্য প্রতি কেজিতে ৫০ পয়সা করে বাড়তে পারে। সেখানে ব্যবসায়ীরা ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এখানে কোনো লজিক আছে? নাই।’
মন্ত্রী বলেন, ‘আমরা কষ্টে আছি স্বীকার করছি। আমাদের যেটা দেখা দরকার, কষ্টটা লাঘব করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী চেষ্টা করছেন।’
অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকৃত দাম কেমন পড়ছে তা ক্যালকুলেশন করে নতুন দাম নির্ধারণ করা হবে।’

অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে প্রতি মাসে ১ কোটি পরিবারকে পণ্য দেওয়া হবে। একমাত্র যাদের কার্ড আছে, তারাই এই সুযোগ পাবে।’
আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টিসিবির ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইতিমধ্যে ৮৫ শতাংশ কার্ড তৈরি হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে ১৩ লাখ কার্ড বিতরণ করা হবে। প্রায় অর্ধেক কার্ড তৈরি হয়ে গেছে।
একটি ওয়ার্ডে একাধিক ডিলারের দোকান থাকবে। সেখান থেকে ব্যক্তি স্ক্যানিং করে পণ্য কিনতে পারবেন। এই স্ক্যানিংয়ের তথ্য ডাটাবেজে যুক্ত থাকবে। মাসে একবারের বেশি স্ক্যানিং করার সুযোগ থাকবে না বলেও জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডলারের দাম হঠাৎ করে বেশি। খুব চেষ্টা করা হচ্ছে কীভাবে কী করা যায়। আমাদের কাছে হিসাব আছে। ধরেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচের জন্য প্রতি কেজিতে ৫০ পয়সা করে বাড়তে পারে। সেখানে ব্যবসায়ীরা ৪ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এখানে কোনো লজিক আছে? নাই।’
মন্ত্রী বলেন, ‘আমরা কষ্টে আছি স্বীকার করছি। আমাদের যেটা দেখা দরকার, কষ্টটা লাঘব করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী চেষ্টা করছেন।’
অচিরেই ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকৃত দাম কেমন পড়ছে তা ক্যালকুলেশন করে নতুন দাম নির্ধারণ করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে