Ajker Patrika

রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা দায়রা ও জজ আদালত। ছবি: আজকের পত্রিকা
রাজবাড়ী জেলা দায়রা ও জজ আদালত। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশায় অস্ত্র মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অপর একটি ধারায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত ওই যুবকের নাম আলম মন্ডল (৩৫)। তিনি পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান মন্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী জানান, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ আলম মন্ডলকে গ্রেপ্তার করে পাংশা থানা-পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে পাংশা থানায় অস্ত্র মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে বিচারক রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী আরও জানায়, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না। তবে এ রায়ে তিনি সন্তুষ্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত