কিশোরগঞ্জ প্রতিনিধি

মচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া। ভাবা যায়! তবে তা ছিল শখের বসে। বিশালাকৃতির এ শিঙাড়া দেখতে দোকানে ছুটে এসেছেন উৎসুক মানুষজন। গতকাল রোববার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আহুতিয়া পুরোনো বাজারে স্বপন মিয়ার হোটেলে এমন কাণ্ড ঘটে।
দিনব্যাপী চলে এ শিঙাড়া বানানোর আয়োজন। উপাদান হিসেবে প্রস্তুত করা হয় ৪ কেজি মুরগির মাংস, পরিমাণমতো আলু, গাজর, বাদাম, আটা, ময়দা ও বিভিন্ন জাতের মসলা। পরে বিকেলে শুরু হয় মূল আয়োজন। শিঙাড়া তেলে ছাড়ার সময় হোটেলটিতে ভিড় করে আশপাশের উৎসুক জনতা।
মোফাজ্জল, অন্তর, মিজান, টুটুল ও দিদার—এ পাঁচ বন্ধু মিলে বিশালাকৃতির এ শিঙাড়া বানানোর পরিকল্পনা করেন। পরে তাঁরা মায়ের দোয়া হোটেলের মালিক স্বপন মিয়ার কাছে তাঁদের পরিকল্পনার কথা জানান। তাঁরা সবাই ওই হোটেলের নিয়মিত ক্রেতা। পরে তাঁদের অনুরোধে বানানো হয় দুটি কেজি করে ওজনের দুটি শিঙাড়া। একটি শিঙাড়া বানাতে খরচ পড়েছে প্রায় দেড় হাজার টাকা।
শিঙাড়া তৈরির অন্যতম পরিকল্পনাকারী মোফাচ্ছাল বলেন, ‘বন্ধুরা মিলে একটু ব্যতিক্রম চিন্তাভাবনা থেকেই এ সুস্বাদু শিঙাড়া বানানোর আয়োজন করি। আর এতে অনেক উপাদান দেওয়া হয়েছে, তাই এটি খেতেও খুব মজা হয়েছে।’

হোটেলমালিক স্বপন মিয়া বলেন, ‘ওই পাঁচ বন্ধু আমার দোকানের রেগুলার কাস্টমার। তাই তাদের অনুরোধে এই বিশাল আকৃতির শিঙাড়া বানাতে রাজি হলাম। তা ছাড়া এ সময় উৎসুক জনতার ভিড় দেখে খুব ভালো লেগেছিল।’
উৎসুক জনতার একজন ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ‘এত বড় শিঙাড়া জীবনে কখনো দেখিনি। তাই কীভাবে বানাচ্ছে, তা দেখতে আসলাম।’

মচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া। ভাবা যায়! তবে তা ছিল শখের বসে। বিশালাকৃতির এ শিঙাড়া দেখতে দোকানে ছুটে এসেছেন উৎসুক মানুষজন। গতকাল রোববার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আহুতিয়া পুরোনো বাজারে স্বপন মিয়ার হোটেলে এমন কাণ্ড ঘটে।
দিনব্যাপী চলে এ শিঙাড়া বানানোর আয়োজন। উপাদান হিসেবে প্রস্তুত করা হয় ৪ কেজি মুরগির মাংস, পরিমাণমতো আলু, গাজর, বাদাম, আটা, ময়দা ও বিভিন্ন জাতের মসলা। পরে বিকেলে শুরু হয় মূল আয়োজন। শিঙাড়া তেলে ছাড়ার সময় হোটেলটিতে ভিড় করে আশপাশের উৎসুক জনতা।
মোফাজ্জল, অন্তর, মিজান, টুটুল ও দিদার—এ পাঁচ বন্ধু মিলে বিশালাকৃতির এ শিঙাড়া বানানোর পরিকল্পনা করেন। পরে তাঁরা মায়ের দোয়া হোটেলের মালিক স্বপন মিয়ার কাছে তাঁদের পরিকল্পনার কথা জানান। তাঁরা সবাই ওই হোটেলের নিয়মিত ক্রেতা। পরে তাঁদের অনুরোধে বানানো হয় দুটি কেজি করে ওজনের দুটি শিঙাড়া। একটি শিঙাড়া বানাতে খরচ পড়েছে প্রায় দেড় হাজার টাকা।
শিঙাড়া তৈরির অন্যতম পরিকল্পনাকারী মোফাচ্ছাল বলেন, ‘বন্ধুরা মিলে একটু ব্যতিক্রম চিন্তাভাবনা থেকেই এ সুস্বাদু শিঙাড়া বানানোর আয়োজন করি। আর এতে অনেক উপাদান দেওয়া হয়েছে, তাই এটি খেতেও খুব মজা হয়েছে।’

হোটেলমালিক স্বপন মিয়া বলেন, ‘ওই পাঁচ বন্ধু আমার দোকানের রেগুলার কাস্টমার। তাই তাদের অনুরোধে এই বিশাল আকৃতির শিঙাড়া বানাতে রাজি হলাম। তা ছাড়া এ সময় উৎসুক জনতার ভিড় দেখে খুব ভালো লেগেছিল।’
উৎসুক জনতার একজন ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ‘এত বড় শিঙাড়া জীবনে কখনো দেখিনি। তাই কীভাবে বানাচ্ছে, তা দেখতে আসলাম।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে