কিশোরগঞ্জ প্রতিনিধি

মচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া। ভাবা যায়! তবে তা ছিল শখের বসে। বিশালাকৃতির এ শিঙাড়া দেখতে দোকানে ছুটে এসেছেন উৎসুক মানুষজন। গতকাল রোববার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আহুতিয়া পুরোনো বাজারে স্বপন মিয়ার হোটেলে এমন কাণ্ড ঘটে।
দিনব্যাপী চলে এ শিঙাড়া বানানোর আয়োজন। উপাদান হিসেবে প্রস্তুত করা হয় ৪ কেজি মুরগির মাংস, পরিমাণমতো আলু, গাজর, বাদাম, আটা, ময়দা ও বিভিন্ন জাতের মসলা। পরে বিকেলে শুরু হয় মূল আয়োজন। শিঙাড়া তেলে ছাড়ার সময় হোটেলটিতে ভিড় করে আশপাশের উৎসুক জনতা।
মোফাজ্জল, অন্তর, মিজান, টুটুল ও দিদার—এ পাঁচ বন্ধু মিলে বিশালাকৃতির এ শিঙাড়া বানানোর পরিকল্পনা করেন। পরে তাঁরা মায়ের দোয়া হোটেলের মালিক স্বপন মিয়ার কাছে তাঁদের পরিকল্পনার কথা জানান। তাঁরা সবাই ওই হোটেলের নিয়মিত ক্রেতা। পরে তাঁদের অনুরোধে বানানো হয় দুটি কেজি করে ওজনের দুটি শিঙাড়া। একটি শিঙাড়া বানাতে খরচ পড়েছে প্রায় দেড় হাজার টাকা।
শিঙাড়া তৈরির অন্যতম পরিকল্পনাকারী মোফাচ্ছাল বলেন, ‘বন্ধুরা মিলে একটু ব্যতিক্রম চিন্তাভাবনা থেকেই এ সুস্বাদু শিঙাড়া বানানোর আয়োজন করি। আর এতে অনেক উপাদান দেওয়া হয়েছে, তাই এটি খেতেও খুব মজা হয়েছে।’

হোটেলমালিক স্বপন মিয়া বলেন, ‘ওই পাঁচ বন্ধু আমার দোকানের রেগুলার কাস্টমার। তাই তাদের অনুরোধে এই বিশাল আকৃতির শিঙাড়া বানাতে রাজি হলাম। তা ছাড়া এ সময় উৎসুক জনতার ভিড় দেখে খুব ভালো লেগেছিল।’
উৎসুক জনতার একজন ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ‘এত বড় শিঙাড়া জীবনে কখনো দেখিনি। তাই কীভাবে বানাচ্ছে, তা দেখতে আসলাম।’

মচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া। ভাবা যায়! তবে তা ছিল শখের বসে। বিশালাকৃতির এ শিঙাড়া দেখতে দোকানে ছুটে এসেছেন উৎসুক মানুষজন। গতকাল রোববার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আহুতিয়া পুরোনো বাজারে স্বপন মিয়ার হোটেলে এমন কাণ্ড ঘটে।
দিনব্যাপী চলে এ শিঙাড়া বানানোর আয়োজন। উপাদান হিসেবে প্রস্তুত করা হয় ৪ কেজি মুরগির মাংস, পরিমাণমতো আলু, গাজর, বাদাম, আটা, ময়দা ও বিভিন্ন জাতের মসলা। পরে বিকেলে শুরু হয় মূল আয়োজন। শিঙাড়া তেলে ছাড়ার সময় হোটেলটিতে ভিড় করে আশপাশের উৎসুক জনতা।
মোফাজ্জল, অন্তর, মিজান, টুটুল ও দিদার—এ পাঁচ বন্ধু মিলে বিশালাকৃতির এ শিঙাড়া বানানোর পরিকল্পনা করেন। পরে তাঁরা মায়ের দোয়া হোটেলের মালিক স্বপন মিয়ার কাছে তাঁদের পরিকল্পনার কথা জানান। তাঁরা সবাই ওই হোটেলের নিয়মিত ক্রেতা। পরে তাঁদের অনুরোধে বানানো হয় দুটি কেজি করে ওজনের দুটি শিঙাড়া। একটি শিঙাড়া বানাতে খরচ পড়েছে প্রায় দেড় হাজার টাকা।
শিঙাড়া তৈরির অন্যতম পরিকল্পনাকারী মোফাচ্ছাল বলেন, ‘বন্ধুরা মিলে একটু ব্যতিক্রম চিন্তাভাবনা থেকেই এ সুস্বাদু শিঙাড়া বানানোর আয়োজন করি। আর এতে অনেক উপাদান দেওয়া হয়েছে, তাই এটি খেতেও খুব মজা হয়েছে।’

হোটেলমালিক স্বপন মিয়া বলেন, ‘ওই পাঁচ বন্ধু আমার দোকানের রেগুলার কাস্টমার। তাই তাদের অনুরোধে এই বিশাল আকৃতির শিঙাড়া বানাতে রাজি হলাম। তা ছাড়া এ সময় উৎসুক জনতার ভিড় দেখে খুব ভালো লেগেছিল।’
উৎসুক জনতার একজন ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ‘এত বড় শিঙাড়া জীবনে কখনো দেখিনি। তাই কীভাবে বানাচ্ছে, তা দেখতে আসলাম।’

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
৯ মিনিট আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
১ ঘণ্টা আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে