উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন করা হবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উত্তরখান থানায় ‘ওপেন হাউস ডে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিদুল ইসলাম বলেন, ‘আমি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যেকোনো মূল্যে এটি দমন করব। আমার মনে হয়, কিশোর গ্যাংয়ের উৎপাত আগের চেয়ে কমেছে।’
এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপনারা সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে আমরা সব ধরনের অপরাধ দমন করতে পারব। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।’
মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ থানা এলাকায় মাদকের ছড়াছড়ি। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে ধরছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই মিলে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকের ইস্যুতে কোনো ধরনের তদবির চলবে না। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাবেন। প্রয়োজনে আমরা আপনাদের পরিচয় গোপন রাখব।’
এ সময় পুলিশকে সতর্ক করে দিয়ে মহিদুল বলেন, ‘পুলিশের কেউ যদি কোথাও অপরাধ করে, টাকা আদায় করে, সঙ্গে সঙ্গে আমাদের জানানো হলে আমি দ্রুত ব্যবস্থা নেব।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম।

রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন করা হবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উত্তরখান থানায় ‘ওপেন হাউস ডে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিদুল ইসলাম বলেন, ‘আমি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যেকোনো মূল্যে এটি দমন করব। আমার মনে হয়, কিশোর গ্যাংয়ের উৎপাত আগের চেয়ে কমেছে।’
এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপনারা সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে আমরা সব ধরনের অপরাধ দমন করতে পারব। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।’
মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ থানা এলাকায় মাদকের ছড়াছড়ি। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে ধরছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই মিলে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকের ইস্যুতে কোনো ধরনের তদবির চলবে না। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাবেন। প্রয়োজনে আমরা আপনাদের পরিচয় গোপন রাখব।’
এ সময় পুলিশকে সতর্ক করে দিয়ে মহিদুল বলেন, ‘পুলিশের কেউ যদি কোথাও অপরাধ করে, টাকা আদায় করে, সঙ্গে সঙ্গে আমাদের জানানো হলে আমি দ্রুত ব্যবস্থা নেব।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
১১ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
১৯ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪১ মিনিট আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে