
রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন করা হবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উত্তরখান থানায় ‘ওপেন হাউস ডে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিদুল ইসলাম বলেন, ‘আমি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যেকোনো মূল্যে এটি দমন করব। আমার মনে হয়, কিশোর গ্যাংয়ের উৎপাত আগের চেয়ে কমেছে।’
এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপনারা সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে আমরা সব ধরনের অপরাধ দমন করতে পারব। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।’
মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ থানা এলাকায় মাদকের ছড়াছড়ি। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে ধরছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই মিলে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকের ইস্যুতে কোনো ধরনের তদবির চলবে না। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাবেন। প্রয়োজনে আমরা আপনাদের পরিচয় গোপন রাখব।’
এ সময় পুলিশকে সতর্ক করে দিয়ে মহিদুল বলেন, ‘পুলিশের কেউ যদি কোথাও অপরাধ করে, টাকা আদায় করে, সঙ্গে সঙ্গে আমাদের জানানো হলে আমি দ্রুত ব্যবস্থা নেব।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে