Ajker Patrika

মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হবে: সচিব 

টাঙ্গাইল প্রতিনিধি
মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি আটকে যাত্রীদের নামিয়ে দেওয়া হবে: সচিব 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম মিন উল্লাহ নূরী বলেছেন, ঈদের পাঁচ দিন আগে থেকেই ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে উঠলেই আটক করে পাঠিয়ে দেওয়া হবে ডাম্পিং স্টেশনে। যেখানে ফিটনেসবিহীন গাড়িটি আটক হবে, সেখানেই যাত্রীদের নামিয়ে দেওয়া হবে। যাত্রীদের এই ভোগান্তির জন্য পরিবহন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হবে।

আজ রোববার বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানিয়েছেন।

এ সময় তিনি পথে পথে টোল প্লাজায় ভোগান্তি কমানোর জন্য পরিবহন মালিকদের ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি ব্যবহারের অনুরোধ জানান। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। 

এই সভায় ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়ক হয়ে উত্তরবঙ্গের ২৬ জেলার মানুষদের ঈদ যাত্রা নিরাপদ করার জন্য বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। 

ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠিত গণশুনানি ও মতবিনিময় সভাসভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, ময়মনসিংহ জনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। 

এ ছাড়া বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, ট্রাক মালিক শ্রমিক সমিতির সভাপতি বালা মিয়া, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলুসহ বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত