মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাটি ভরাট ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন দক্ষিণ রাঙ্গামালিয়া গ্রামের অহিদুল শিকদার (৪০) ও ডাকাতিয়া পাড়া গ্রামের কাউসার খান (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালু ও মাটি ভরাটকে কেন্দ্র করে বাসাইল গ্রামের অপু হাওলাদার ও ডাকাতিয়া পাড়ার জাকির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে জাকির খান গ্রুপের অহিদুল ও কাউসার গুরুতর আহত হন।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, সন্ধ্যা ৭টার দিকে ধারালো অস্ত্রের একাধিক আঘাত নিয়ে দুজন রোগী আসেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বাসাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেরু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু ভরাট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, মাটি ভরাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাটি ভরাট ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন দক্ষিণ রাঙ্গামালিয়া গ্রামের অহিদুল শিকদার (৪০) ও ডাকাতিয়া পাড়া গ্রামের কাউসার খান (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালু ও মাটি ভরাটকে কেন্দ্র করে বাসাইল গ্রামের অপু হাওলাদার ও ডাকাতিয়া পাড়ার জাকির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে জাকির খান গ্রুপের অহিদুল ও কাউসার গুরুতর আহত হন।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, সন্ধ্যা ৭টার দিকে ধারালো অস্ত্রের একাধিক আঘাত নিয়ে দুজন রোগী আসেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বাসাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সেরু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু ভরাট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, মাটি ভরাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৬ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে