নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ডেঙ্গু পরিস্থিতি ২০১৯ সালের তুলনায় এ বছর অনেক ভালো উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ডিএসসিসির অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের সময় ডিএসসিসির মেয়র এ কথা বলেন।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, '২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এ বছর অনেক অপপ্রচার অপরাজনীতি থাকা সত্ত্বেও আমাদের ১ হাজার ৫০ জন মশক কর্মীর পরিশ্রমের কারণে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ২০১৯ সালে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সবার শ্রমে, ভালো মানের কীটনাশকের কারণে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজারের মধ্যে রয়েছে। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি। গত পাঁচ দিনে ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে প্রতিদিন ৪০-এর নিচে রোগী রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে।'
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের বিষয়ে মেয়র তাপস বলেন, 'গত ৪৫ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা আরও ১২টি কেন্দ্র স্থাপন করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আশা করি এই বছরের মধ্যে বাকি ওয়ার্ডেও বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।'

দেশের ডেঙ্গু পরিস্থিতি ২০১৯ সালের তুলনায় এ বছর অনেক ভালো উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ডিএসসিসির অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের সময় ডিএসসিসির মেয়র এ কথা বলেন।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, '২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এ বছর অনেক অপপ্রচার অপরাজনীতি থাকা সত্ত্বেও আমাদের ১ হাজার ৫০ জন মশক কর্মীর পরিশ্রমের কারণে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ২০১৯ সালে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সবার শ্রমে, ভালো মানের কীটনাশকের কারণে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজারের মধ্যে রয়েছে। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি। গত পাঁচ দিনে ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে প্রতিদিন ৪০-এর নিচে রোগী রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে।'
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের বিষয়ে মেয়র তাপস বলেন, 'গত ৪৫ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা আরও ১২টি কেন্দ্র স্থাপন করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আশা করি এই বছরের মধ্যে বাকি ওয়ার্ডেও বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।'

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৮ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২০ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে