নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ডেঙ্গু পরিস্থিতি ২০১৯ সালের তুলনায় এ বছর অনেক ভালো উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ডিএসসিসির অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের সময় ডিএসসিসির মেয়র এ কথা বলেন।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, '২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এ বছর অনেক অপপ্রচার অপরাজনীতি থাকা সত্ত্বেও আমাদের ১ হাজার ৫০ জন মশক কর্মীর পরিশ্রমের কারণে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ২০১৯ সালে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সবার শ্রমে, ভালো মানের কীটনাশকের কারণে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজারের মধ্যে রয়েছে। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি। গত পাঁচ দিনে ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে প্রতিদিন ৪০-এর নিচে রোগী রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে।'
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের বিষয়ে মেয়র তাপস বলেন, 'গত ৪৫ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা আরও ১২টি কেন্দ্র স্থাপন করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আশা করি এই বছরের মধ্যে বাকি ওয়ার্ডেও বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।'

দেশের ডেঙ্গু পরিস্থিতি ২০১৯ সালের তুলনায় এ বছর অনেক ভালো উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ডিএসসিসির অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের সময় ডিএসসিসির মেয়র এ কথা বলেন।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, '২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এ বছর অনেক অপপ্রচার অপরাজনীতি থাকা সত্ত্বেও আমাদের ১ হাজার ৫০ জন মশক কর্মীর পরিশ্রমের কারণে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ২০১৯ সালে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সবার শ্রমে, ভালো মানের কীটনাশকের কারণে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজারের মধ্যে রয়েছে। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি। গত পাঁচ দিনে ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে প্রতিদিন ৪০-এর নিচে রোগী রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে।'
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের বিষয়ে মেয়র তাপস বলেন, 'গত ৪৫ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা আরও ১২টি কেন্দ্র স্থাপন করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আশা করি এই বছরের মধ্যে বাকি ওয়ার্ডেও বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।'

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৪ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৮ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে