সাভার (ঢাকা) প্রতিনিধি

ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সাভারের আশুলিয়া থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে নিজের গ্রামের বাড়িতে ১৬ দিন ধরে আটকে রাখেন তাঁর ব্যবসায়িক পার্টনার। এ ঘটনায় মামলা হলে গতকাল বুধবার রাতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযুক্ত অপর ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অপহৃত ব্যবসায়ী আরিফ খানের (৩২) গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের দৌলতপুরে। তবে তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। অন্যদিকে গ্রেপ্তার আমজাদ হোসেনের (৩৫) গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। মামলার অন্য আসামিরা হলেন নারায়ণগঞ্জের আব্দুল্লাহ আল মামুনসহ (৩২)অজ্ঞাতপরিচয় তিন-চারজন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আমজাদ হোসেন মামুনকে ঢাকায় আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল বুধবার মামুনের গ্রামের বাড়ি থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ সময় আমজাদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন নামের আরেক আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ব্যবসার কথা বলে কৌশলে পূর্ব পরিচিত ও ব্যবসার অংশীদার আমজাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুনসহ অজ্ঞাতপরিচয় দুজন আরিফ খানকে নারায়ণগঞ্জে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নোয়াখালীর কবিরহাটে আমজাদ হোসেনের বাড়ি নিয়ে যান তাঁরা। পরে তাঁর কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়।
এদিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আরিফের কোনো খোঁজ না পেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। এর আগে পার্টনারশিপে আশুলিয়ায় খান হেভি লিফটার নামে তাঁদের দুজনের যন্ত্রাংশ ভাড়ার ব্যবসা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এসআই ভজন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, তাঁদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। আমজাদ হোসেন পাওনা টাকা দাবি করে আরিফকে তুলে নিয়ে যান। তবে আরিফের দাবি, পাওনা টাকা আগেই পরিশোধ করেছেন তিনি। ঘটনা যা-ই হোক, কাউকে এভাবে অপহরণ করে তুলে নিয়ে আটকে রাখার সুযোগ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সাভারের আশুলিয়া থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে নিজের গ্রামের বাড়িতে ১৬ দিন ধরে আটকে রাখেন তাঁর ব্যবসায়িক পার্টনার। এ ঘটনায় মামলা হলে গতকাল বুধবার রাতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযুক্ত অপর ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অপহৃত ব্যবসায়ী আরিফ খানের (৩২) গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের দৌলতপুরে। তবে তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। অন্যদিকে গ্রেপ্তার আমজাদ হোসেনের (৩৫) গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। মামলার অন্য আসামিরা হলেন নারায়ণগঞ্জের আব্দুল্লাহ আল মামুনসহ (৩২)অজ্ঞাতপরিচয় তিন-চারজন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আমজাদ হোসেন মামুনকে ঢাকায় আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল বুধবার মামুনের গ্রামের বাড়ি থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ সময় আমজাদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন নামের আরেক আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ব্যবসার কথা বলে কৌশলে পূর্ব পরিচিত ও ব্যবসার অংশীদার আমজাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুনসহ অজ্ঞাতপরিচয় দুজন আরিফ খানকে নারায়ণগঞ্জে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নোয়াখালীর কবিরহাটে আমজাদ হোসেনের বাড়ি নিয়ে যান তাঁরা। পরে তাঁর কাছে ৩০ লাখ টাকা দাবি করা হয়।
এদিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আরিফের কোনো খোঁজ না পেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। এর আগে পার্টনারশিপে আশুলিয়ায় খান হেভি লিফটার নামে তাঁদের দুজনের যন্ত্রাংশ ভাড়ার ব্যবসা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এসআই ভজন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, তাঁদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। আমজাদ হোসেন পাওনা টাকা দাবি করে আরিফকে তুলে নিয়ে যান। তবে আরিফের দাবি, পাওনা টাকা আগেই পরিশোধ করেছেন তিনি। ঘটনা যা-ই হোক, কাউকে এভাবে অপহরণ করে তুলে নিয়ে আটকে রাখার সুযোগ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৪ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৫ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে