নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ থেকে

নিজের নির্বাচনী এলাকার ৮-১০টি কেন্দ্র ছাড়া বাকিগুলোতে ভোটের পরিবেশ ভালো আছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। আজ রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আল্লাহর নাম করে বলছি, আমি খুব উৎফুল্ল। এখন ভোটের পরিবেশ ভালো আছে। তবে কিছু কিছু জায়গায় আমার হিন্দু ভোটাররা আসতে পারছে না। গতকাল রাত থেকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তাদের হুমকি দেওয়া হয়েছে। কিছু কিছু সন্ত্রাসী আছে, তারা হিন্দু ভোটারদের আসতে দিচ্ছে না।’
তিনি বলেন, ‘হিন্দু ভোটারদের যারা আটকে দিয়েছে তাদেরকে যদি কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া না হয় বা আটক করা না হয়, তাহলে হিন্দু ভোটাররা ভোট দিতে পারবে না। সন্ত্রাসীদের উঠিয়ে নিলেই আমরা সুন্দর একটি নির্বাচন পাব। নইলে ৮-১০টি কেন্দ্র ছাড়া আর সব কেন্দ্রে ভোটের পরিবেশ ভালো আছে। কোনো অসুবিধা নাই। প্রশাসনের কাছে আবেদন যেন সন্ত্রাসীদের উঠিয়ে নিয়ে যায়।’
আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘কেটলি মার্কার পক্ষে তারা কাজ করছে। সন্ত্রাসীদের হাজার কোটি টাকা অর্থায়ন করা হয়েছে আর সন্ত্রাসীরা টাকা পেলে তার পক্ষেই কাজ করে। নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া পাইনি।’
তিনি আরও বলেন, ‘তৃণমূলের প্রার্থীকে আমি স্বাগত জানাই। একটি দলের মহাসচিব এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকেও স্বাগত জানাই।’
এর আগে সকাল ৮টা ১০ মিনিটে কেন্দ্রটিতে প্রবেশ করেন আওয়ামী লীগের এ প্রার্থী। ৮টা ১৩ মিনিটে ভোট দেন তিনি। তবে ঘণ্টা পার হলেও এই আসনে ভোটারের উপস্থিতি কম রয়েছে।
সরেজমিন: প্রথম এক ঘণ্টায় পূর্বগ্রাম কেন্দ্রে ভোট পড়েছে ২৪টি
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২৪ টি। এর মধ্যে নারী কেন্দ্রে ৪টি আর পুরুষ কেন্দ্রে পড়েছে ২০ টি। দুটি কেন্দ্রের দায়িত্বশীল প্রিসাইডিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার একেএম মাহফুজুর রহমান। তিনি জানান, তার কেন্দ্রে ২৪২৭ ভোটার রয়েছে। তবে সকাল ৯টা পর্যন্ত ৬টি বুথে মাত্র ৪টা ভোট পড়েছে। মাহফুজুর রহমান বলেন, ‘সকালে রান্না শেষ করেই নারী ভোটাররা আসবে। তাই উপস্থিতি কম।’
অন্যদিকে পূর্বগ্রাম পুরুষ ভোটকেন্দ্রে ভোটার রয়েছে ২৪৭২ জন। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফরিদুল আলম আজকের পত্রিকা বলেন, ‘ভোট খুবই কম পড়ছে। কেন এত কম উপস্থিতি সেটা আপনিও বোঝেন।’
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোট ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন ভোটার আছেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা আছে ১ লাখ ৯৭ হাজার ১১৯ জন ও নারী ভোটার সংখ্যা আছে ১ লাখ ৮৮ হাজার ৮৯১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে ২ জন। আসনটিতে সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২৮টি কেন্দ্রের ৮১৭টি কক্ষে এবার ভোট গ্রহণ চলছে।

নিজের নির্বাচনী এলাকার ৮-১০টি কেন্দ্র ছাড়া বাকিগুলোতে ভোটের পরিবেশ ভালো আছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। আজ রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আল্লাহর নাম করে বলছি, আমি খুব উৎফুল্ল। এখন ভোটের পরিবেশ ভালো আছে। তবে কিছু কিছু জায়গায় আমার হিন্দু ভোটাররা আসতে পারছে না। গতকাল রাত থেকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তাদের হুমকি দেওয়া হয়েছে। কিছু কিছু সন্ত্রাসী আছে, তারা হিন্দু ভোটারদের আসতে দিচ্ছে না।’
তিনি বলেন, ‘হিন্দু ভোটারদের যারা আটকে দিয়েছে তাদেরকে যদি কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া না হয় বা আটক করা না হয়, তাহলে হিন্দু ভোটাররা ভোট দিতে পারবে না। সন্ত্রাসীদের উঠিয়ে নিলেই আমরা সুন্দর একটি নির্বাচন পাব। নইলে ৮-১০টি কেন্দ্র ছাড়া আর সব কেন্দ্রে ভোটের পরিবেশ ভালো আছে। কোনো অসুবিধা নাই। প্রশাসনের কাছে আবেদন যেন সন্ত্রাসীদের উঠিয়ে নিয়ে যায়।’
আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘কেটলি মার্কার পক্ষে তারা কাজ করছে। সন্ত্রাসীদের হাজার কোটি টাকা অর্থায়ন করা হয়েছে আর সন্ত্রাসীরা টাকা পেলে তার পক্ষেই কাজ করে। নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া পাইনি।’
তিনি আরও বলেন, ‘তৃণমূলের প্রার্থীকে আমি স্বাগত জানাই। একটি দলের মহাসচিব এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকেও স্বাগত জানাই।’
এর আগে সকাল ৮টা ১০ মিনিটে কেন্দ্রটিতে প্রবেশ করেন আওয়ামী লীগের এ প্রার্থী। ৮টা ১৩ মিনিটে ভোট দেন তিনি। তবে ঘণ্টা পার হলেও এই আসনে ভোটারের উপস্থিতি কম রয়েছে।
সরেজমিন: প্রথম এক ঘণ্টায় পূর্বগ্রাম কেন্দ্রে ভোট পড়েছে ২৪টি
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২৪ টি। এর মধ্যে নারী কেন্দ্রে ৪টি আর পুরুষ কেন্দ্রে পড়েছে ২০ টি। দুটি কেন্দ্রের দায়িত্বশীল প্রিসাইডিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার একেএম মাহফুজুর রহমান। তিনি জানান, তার কেন্দ্রে ২৪২৭ ভোটার রয়েছে। তবে সকাল ৯টা পর্যন্ত ৬টি বুথে মাত্র ৪টা ভোট পড়েছে। মাহফুজুর রহমান বলেন, ‘সকালে রান্না শেষ করেই নারী ভোটাররা আসবে। তাই উপস্থিতি কম।’
অন্যদিকে পূর্বগ্রাম পুরুষ ভোটকেন্দ্রে ভোটার রয়েছে ২৪৭২ জন। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফরিদুল আলম আজকের পত্রিকা বলেন, ‘ভোট খুবই কম পড়ছে। কেন এত কম উপস্থিতি সেটা আপনিও বোঝেন।’
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোট ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন ভোটার আছেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা আছে ১ লাখ ৯৭ হাজার ১১৯ জন ও নারী ভোটার সংখ্যা আছে ১ লাখ ৮৮ হাজার ৮৯১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে ২ জন। আসনটিতে সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২৮টি কেন্দ্রের ৮১৭টি কক্ষে এবার ভোট গ্রহণ চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে