নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ও জবি প্রতিনিধি

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মুক্তির দাবিতে ইভ্যালির গ্রাহক-সেলাররা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন। তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার রাসেল-নাসরিন দম্পতিকে আদালতে হাজির করার কথা রয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইভ্যালির গ্রাহক আরিফ আহমেদ বলেন, 'আমাদের প্রত্যেকেরই টাকা পাওনা আছে। কিন্তু আমরা টাকা নিয়ে চিন্তিত নই। আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাই। তিনি মুক্তি পেলে টাকা আমরা পাবই।'
আরেকজন গ্রাহক আমিরুল প্রান্ত বলেন, 'অন্যায়ভাবে রাসেল ভাইকে আটকে রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।'
আজমত আলী নামের ইভ্যালির একজন গ্রাহক বলেন, 'ইভ্যালিতে আমার ১২ লাখ টাকা আছে। আমি ছোটখাটো একজন উদ্যোক্তা। আমরা বিশ্বাস করি রাসেল ভাইকে সময় দিলে আমরা প্রোডাক্ট বুঝে পাব। আমি গত কিছুদিন আগেও প্রোডাক্ট পেয়েছি।'
রেহানা খানম নামে একজন গ্রাহক বলেন, 'আমরা ইভ্যালির সিইও রাসেল ভাইয়ের মুক্তি চাইছি। এটি মূলত ই-কমার্স ধ্বংস করার পাঁয়তারা।'
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন। ওই দিন বিকেলেই এই দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব।
এর পরদিন শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হয়। সেদিন এই দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। গতকাল ২০ সেপ্টেম্বর ওই রিমান্ড শেষ হয়েছে।

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মুক্তির দাবিতে ইভ্যালির গ্রাহক-সেলাররা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন। তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার রাসেল-নাসরিন দম্পতিকে আদালতে হাজির করার কথা রয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইভ্যালির গ্রাহক আরিফ আহমেদ বলেন, 'আমাদের প্রত্যেকেরই টাকা পাওনা আছে। কিন্তু আমরা টাকা নিয়ে চিন্তিত নই। আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাই। তিনি মুক্তি পেলে টাকা আমরা পাবই।'
আরেকজন গ্রাহক আমিরুল প্রান্ত বলেন, 'অন্যায়ভাবে রাসেল ভাইকে আটকে রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।'
আজমত আলী নামের ইভ্যালির একজন গ্রাহক বলেন, 'ইভ্যালিতে আমার ১২ লাখ টাকা আছে। আমি ছোটখাটো একজন উদ্যোক্তা। আমরা বিশ্বাস করি রাসেল ভাইকে সময় দিলে আমরা প্রোডাক্ট বুঝে পাব। আমি গত কিছুদিন আগেও প্রোডাক্ট পেয়েছি।'
রেহানা খানম নামে একজন গ্রাহক বলেন, 'আমরা ইভ্যালির সিইও রাসেল ভাইয়ের মুক্তি চাইছি। এটি মূলত ই-কমার্স ধ্বংস করার পাঁয়তারা।'
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন। ওই দিন বিকেলেই এই দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব।
এর পরদিন শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হয়। সেদিন এই দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। গতকাল ২০ সেপ্টেম্বর ওই রিমান্ড শেষ হয়েছে।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৮ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে