নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ও জবি প্রতিনিধি

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মুক্তির দাবিতে ইভ্যালির গ্রাহক-সেলাররা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন। তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার রাসেল-নাসরিন দম্পতিকে আদালতে হাজির করার কথা রয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইভ্যালির গ্রাহক আরিফ আহমেদ বলেন, 'আমাদের প্রত্যেকেরই টাকা পাওনা আছে। কিন্তু আমরা টাকা নিয়ে চিন্তিত নই। আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাই। তিনি মুক্তি পেলে টাকা আমরা পাবই।'
আরেকজন গ্রাহক আমিরুল প্রান্ত বলেন, 'অন্যায়ভাবে রাসেল ভাইকে আটকে রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।'
আজমত আলী নামের ইভ্যালির একজন গ্রাহক বলেন, 'ইভ্যালিতে আমার ১২ লাখ টাকা আছে। আমি ছোটখাটো একজন উদ্যোক্তা। আমরা বিশ্বাস করি রাসেল ভাইকে সময় দিলে আমরা প্রোডাক্ট বুঝে পাব। আমি গত কিছুদিন আগেও প্রোডাক্ট পেয়েছি।'
রেহানা খানম নামে একজন গ্রাহক বলেন, 'আমরা ইভ্যালির সিইও রাসেল ভাইয়ের মুক্তি চাইছি। এটি মূলত ই-কমার্স ধ্বংস করার পাঁয়তারা।'
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন। ওই দিন বিকেলেই এই দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব।
এর পরদিন শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হয়। সেদিন এই দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। গতকাল ২০ সেপ্টেম্বর ওই রিমান্ড শেষ হয়েছে।

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মুক্তির দাবিতে ইভ্যালির গ্রাহক-সেলাররা অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন। তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার রাসেল-নাসরিন দম্পতিকে আদালতে হাজির করার কথা রয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইভ্যালির গ্রাহক আরিফ আহমেদ বলেন, 'আমাদের প্রত্যেকেরই টাকা পাওনা আছে। কিন্তু আমরা টাকা নিয়ে চিন্তিত নই। আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাই। তিনি মুক্তি পেলে টাকা আমরা পাবই।'
আরেকজন গ্রাহক আমিরুল প্রান্ত বলেন, 'অন্যায়ভাবে রাসেল ভাইকে আটকে রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।'
আজমত আলী নামের ইভ্যালির একজন গ্রাহক বলেন, 'ইভ্যালিতে আমার ১২ লাখ টাকা আছে। আমি ছোটখাটো একজন উদ্যোক্তা। আমরা বিশ্বাস করি রাসেল ভাইকে সময় দিলে আমরা প্রোডাক্ট বুঝে পাব। আমি গত কিছুদিন আগেও প্রোডাক্ট পেয়েছি।'
রেহানা খানম নামে একজন গ্রাহক বলেন, 'আমরা ইভ্যালির সিইও রাসেল ভাইয়ের মুক্তি চাইছি। এটি মূলত ই-কমার্স ধ্বংস করার পাঁয়তারা।'
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন। ওই দিন বিকেলেই এই দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব।
এর পরদিন শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হয়। সেদিন এই দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। গতকাল ২০ সেপ্টেম্বর ওই রিমান্ড শেষ হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে