নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মৃত্যু হয়। তাঁদের পরিবারের সদস্যরা জানায়, মৃত্যুর আগে তাঁরা মদ্যপান করেছিলেন। সেই বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে।
মৃত দুজন হলেন, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ড নগর গ্রামের হাশেম আলী (৬০) ও সাভার পৌর এলাকার আড়াপাড়ার অনেশ কর্মকারের ছেলে বাবু কর্মকার (৩৫)। হাশেম আলী ভাঙারির ব্যবসা করতেন। আর বাড়ির পাশেই চা বিক্রি করতেন বাবু।
হাসেম আলীর শ্যালক মিন্টু মিয়া বলেন, ‘আমার ভগ্নিপতি হাশেম আলী ও বাবু কর্মকার গতকাল বুধবার রাত ১১টার দিকে যার যার বাড়ি ফেরেন। কিছু সময় পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা বমি ও পাতলা পায়খানা করতে থাকেন। রাতেই আমার ভগ্নিপতিকে পৌর এলাকার ড্রেন মার্কেটে তাঁর ছেলে জুয়েলের বাসায় আনা হয়। এরপর তাঁর অবস্থার আরও অবনতি হলে আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছু সময় পর তিনি মারা যান।’
মিন্টু মিয়া বলেন, ‘আমরা শুনেছি, আমার ভগ্নিপতি ও বাবু গতকাল বুধবার সন্ধ্যায় ধামরাইয়ে বরদাইল এলাকায় যান। এর পর ওই এলাকার চন্দন সাহা নামের এক ব্যক্তির সঙ্গে তাঁরা মদপান করেন। চন্দন পেশায় রিকশাচালক। আমার ধারণা, মদের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।’
বাবু কর্মকারের মামা রতন কর্মকার বলেন, ‘আমার ভাগনে রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। রাত ১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
আজ বৃহস্পতিবার সকালে বরদাইলে চন্দনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁরা কোথায় গেছেন প্রতিবেশীরা তা বলতে পারেনি।
যোগাযোগ করা হলে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, অনেকটা অচেতন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে হাসেম আলীকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁর বমি ও পাতলা পায়খানা হচ্ছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার একপর্যায়ে তিনি মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি আজ বৃহস্পতিবার সকালে আড়াপাড়া যাই। সেখানে হাসেম ও বাবুর লাশ দেখতে পাই। মৃত্যুর আগে তাঁরা মদ্যপান করেছিলেন কিনা প্রাথমিক তদন্তে তা যেমন নিশ্চিত হওয়া যায়নি, তেমনি তাঁদের মৃত্যুর কারণও নির্ণয় করা সম্ভব হয়নি। এটি জানতে ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মর্গে পাঠানো হচ্ছে।’

ঢাকার সাভারে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মৃত্যু হয়। তাঁদের পরিবারের সদস্যরা জানায়, মৃত্যুর আগে তাঁরা মদ্যপান করেছিলেন। সেই বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে।
মৃত দুজন হলেন, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ড নগর গ্রামের হাশেম আলী (৬০) ও সাভার পৌর এলাকার আড়াপাড়ার অনেশ কর্মকারের ছেলে বাবু কর্মকার (৩৫)। হাশেম আলী ভাঙারির ব্যবসা করতেন। আর বাড়ির পাশেই চা বিক্রি করতেন বাবু।
হাসেম আলীর শ্যালক মিন্টু মিয়া বলেন, ‘আমার ভগ্নিপতি হাশেম আলী ও বাবু কর্মকার গতকাল বুধবার রাত ১১টার দিকে যার যার বাড়ি ফেরেন। কিছু সময় পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা বমি ও পাতলা পায়খানা করতে থাকেন। রাতেই আমার ভগ্নিপতিকে পৌর এলাকার ড্রেন মার্কেটে তাঁর ছেলে জুয়েলের বাসায় আনা হয়। এরপর তাঁর অবস্থার আরও অবনতি হলে আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছু সময় পর তিনি মারা যান।’
মিন্টু মিয়া বলেন, ‘আমরা শুনেছি, আমার ভগ্নিপতি ও বাবু গতকাল বুধবার সন্ধ্যায় ধামরাইয়ে বরদাইল এলাকায় যান। এর পর ওই এলাকার চন্দন সাহা নামের এক ব্যক্তির সঙ্গে তাঁরা মদপান করেন। চন্দন পেশায় রিকশাচালক। আমার ধারণা, মদের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।’
বাবু কর্মকারের মামা রতন কর্মকার বলেন, ‘আমার ভাগনে রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। রাত ১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
আজ বৃহস্পতিবার সকালে বরদাইলে চন্দনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁরা কোথায় গেছেন প্রতিবেশীরা তা বলতে পারেনি।
যোগাযোগ করা হলে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, অনেকটা অচেতন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে হাসেম আলীকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁর বমি ও পাতলা পায়খানা হচ্ছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার একপর্যায়ে তিনি মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি আজ বৃহস্পতিবার সকালে আড়াপাড়া যাই। সেখানে হাসেম ও বাবুর লাশ দেখতে পাই। মৃত্যুর আগে তাঁরা মদ্যপান করেছিলেন কিনা প্রাথমিক তদন্তে তা যেমন নিশ্চিত হওয়া যায়নি, তেমনি তাঁদের মৃত্যুর কারণও নির্ণয় করা সম্ভব হয়নি। এটি জানতে ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মর্গে পাঠানো হচ্ছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে