Ajker Patrika

খাদিজার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি
খাদিজার মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তি দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

আজ রোববার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে পরিবহন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা অবিলম্বে খাদিজার মুক্তির দাবি করছি। খাদিজাকে একটি ‘দানব আইনের’ মাধ্যমে নিপীড়ন অব্যাহত আছে। খাদিজাতুল কুবরার

জাবির অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের ছাত্রী তাপসী দে প্রাপ্তি বলেন, ‘সত্যি বলতে এই দেশে আমাদের কোনো স্বাধীনতা নেই। খাদিজাকে কারাগারে রেখে তার বাবা-মাকেও হয়রানি করা হচ্ছে। একটি রাষ্ট্রের আসলে কোথায় ভয় যে তাকে এতদিন জেলে রাখতে হয়। অবস্থা এমন যে, বর্তমান সরকারের সঙ্গে ‘সহমত ভাই’ না বললেই আমাদের জেলে ঢুকতে হবে।’ 

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া বলেন, ‘রাষ্ট্রের এত কীসের ভয় যে খাদিজাকে বারবার জামিন নামঞ্জুর করতে হল। জবাবদিহির এত ভয় কেন রাষ্ট্রের? এই আইনটা পুরো ক্ষমতাসীনদের হাতে। আমরা চাই, অতি দ্রুত সময়ের মধ্যে জামিন মঞ্জুর করা হোক।’ 

এ সময় আরও বক্তব্য দেন জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাইজা মাহজাবিন, ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রিদ্ধ্য অনিন্দ্য গাঙ্গুলিসহ অনেকে।

আরোও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত