নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবী রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
আদালতের নারী ও শিশু প্রসিকিউশন দপ্তরের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহামিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে আসামি মুরাদকে আদালতে হাজির করে লালবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানা-পুলিশের এসআই ফাইয়াজ হোসেন আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যায় এক ছাত্রীর মা রাজধানীর লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মুরাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী। সপ্তম শ্রেণিতে পড়ার সময় বাদীর মেয়েকে পিলখানা রোডের একটি বাসায় শিক্ষক মুরাদ হোসেনের ব্যক্তিগত কোচিং সেন্টারে ভর্তি করা হয়। কোচিংয়ে পড়ানোর সময় মুরাদ হোসেন ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্কদের কৌতুক শোনাতেন। কোচিংয়ে পড়ানো শেষ হলে বাদীর মেয়েকে প্রায়ই কোচিং সেন্টারে রেখে দিতেন ওই শিক্ষক। এভাবে প্রায়ই বাদীর মেয়েকে ও তার আরও কয়েকজন সহপাঠীকে বিভিন্ন দিনে যৌন হয়রানি করেছেন ওই শিক্ষক।
রিমান্ড আবেদনে বলা হয়, এসব ঘটনা প্রকাশের পর ২৫ ফেব্রুয়ারি শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অভিভাবকেরা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন। একাধিক শিক্ষার্থীর সঙ্গে শালীনতাবিরোধী আচরণ করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে শিক্ষক মুরাদ হোসেন একেক সময় একেক কথা বলেন। ওই শিক্ষকের নাম-ঠিকানাও যাচাই করা সম্ভব হয়নি। বিষয়গুলো যাচাই করতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এই মামলার ভিকটিম যৌন হয়রানির বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় দেওয়া জবানবন্দি লিপিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবী রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
আদালতের নারী ও শিশু প্রসিকিউশন দপ্তরের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহামিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে আসামি মুরাদকে আদালতে হাজির করে লালবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানা-পুলিশের এসআই ফাইয়াজ হোসেন আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যায় এক ছাত্রীর মা রাজধানীর লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মুরাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী। সপ্তম শ্রেণিতে পড়ার সময় বাদীর মেয়েকে পিলখানা রোডের একটি বাসায় শিক্ষক মুরাদ হোসেনের ব্যক্তিগত কোচিং সেন্টারে ভর্তি করা হয়। কোচিংয়ে পড়ানোর সময় মুরাদ হোসেন ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্কদের কৌতুক শোনাতেন। কোচিংয়ে পড়ানো শেষ হলে বাদীর মেয়েকে প্রায়ই কোচিং সেন্টারে রেখে দিতেন ওই শিক্ষক। এভাবে প্রায়ই বাদীর মেয়েকে ও তার আরও কয়েকজন সহপাঠীকে বিভিন্ন দিনে যৌন হয়রানি করেছেন ওই শিক্ষক।
রিমান্ড আবেদনে বলা হয়, এসব ঘটনা প্রকাশের পর ২৫ ফেব্রুয়ারি শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অভিভাবকেরা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন। একাধিক শিক্ষার্থীর সঙ্গে শালীনতাবিরোধী আচরণ করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে শিক্ষক মুরাদ হোসেন একেক সময় একেক কথা বলেন। ওই শিক্ষকের নাম-ঠিকানাও যাচাই করা সম্ভব হয়নি। বিষয়গুলো যাচাই করতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এই মামলার ভিকটিম যৌন হয়রানির বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় দেওয়া জবানবন্দি লিপিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে