নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবী রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
আদালতের নারী ও শিশু প্রসিকিউশন দপ্তরের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহামিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে আসামি মুরাদকে আদালতে হাজির করে লালবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানা-পুলিশের এসআই ফাইয়াজ হোসেন আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যায় এক ছাত্রীর মা রাজধানীর লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মুরাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী। সপ্তম শ্রেণিতে পড়ার সময় বাদীর মেয়েকে পিলখানা রোডের একটি বাসায় শিক্ষক মুরাদ হোসেনের ব্যক্তিগত কোচিং সেন্টারে ভর্তি করা হয়। কোচিংয়ে পড়ানোর সময় মুরাদ হোসেন ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্কদের কৌতুক শোনাতেন। কোচিংয়ে পড়ানো শেষ হলে বাদীর মেয়েকে প্রায়ই কোচিং সেন্টারে রেখে দিতেন ওই শিক্ষক। এভাবে প্রায়ই বাদীর মেয়েকে ও তার আরও কয়েকজন সহপাঠীকে বিভিন্ন দিনে যৌন হয়রানি করেছেন ওই শিক্ষক।
রিমান্ড আবেদনে বলা হয়, এসব ঘটনা প্রকাশের পর ২৫ ফেব্রুয়ারি শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অভিভাবকেরা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন। একাধিক শিক্ষার্থীর সঙ্গে শালীনতাবিরোধী আচরণ করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে শিক্ষক মুরাদ হোসেন একেক সময় একেক কথা বলেন। ওই শিক্ষকের নাম-ঠিকানাও যাচাই করা সম্ভব হয়নি। বিষয়গুলো যাচাই করতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এই মামলার ভিকটিম যৌন হয়রানির বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় দেওয়া জবানবন্দি লিপিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবী রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
আদালতের নারী ও শিশু প্রসিকিউশন দপ্তরের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহামিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে আসামি মুরাদকে আদালতে হাজির করে লালবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানা-পুলিশের এসআই ফাইয়াজ হোসেন আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যায় এক ছাত্রীর মা রাজধানীর লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মুরাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী। সপ্তম শ্রেণিতে পড়ার সময় বাদীর মেয়েকে পিলখানা রোডের একটি বাসায় শিক্ষক মুরাদ হোসেনের ব্যক্তিগত কোচিং সেন্টারে ভর্তি করা হয়। কোচিংয়ে পড়ানোর সময় মুরাদ হোসেন ছাত্রীদের কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্কদের কৌতুক শোনাতেন। কোচিংয়ে পড়ানো শেষ হলে বাদীর মেয়েকে প্রায়ই কোচিং সেন্টারে রেখে দিতেন ওই শিক্ষক। এভাবে প্রায়ই বাদীর মেয়েকে ও তার আরও কয়েকজন সহপাঠীকে বিভিন্ন দিনে যৌন হয়রানি করেছেন ওই শিক্ষক।
রিমান্ড আবেদনে বলা হয়, এসব ঘটনা প্রকাশের পর ২৫ ফেব্রুয়ারি শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অভিভাবকেরা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন। একাধিক শিক্ষার্থীর সঙ্গে শালীনতাবিরোধী আচরণ করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে শিক্ষক মুরাদ হোসেন একেক সময় একেক কথা বলেন। ওই শিক্ষকের নাম-ঠিকানাও যাচাই করা সম্ভব হয়নি। বিষয়গুলো যাচাই করতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এই মামলার ভিকটিম যৌন হয়রানির বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় দেওয়া জবানবন্দি লিপিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে
৪ মিনিট আগে
বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে