নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বসুন্ধরা এলাকায় বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এমন মন্তব্য করেন।
এর আগে বিষয়টি আদালতের নজরের আনেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। এ সময় আদালত বলেন, ‘বিষয়টি পত্রিকায় পড়েছি। এটা খুবই হৃদয়বিদারক।’
সারোয়ার হোসেন বলেন, ‘আমারও বাচ্চা আছে। দুই শিশুর মৃত্যুতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাদের মৃত্যুর জন্য ফৌজদারি মামলা যথেষ্ট নয়। হাইকোর্টের এই বিষয়টি দেখা উচিত। পরে আদালত বলেন, আপনি পত্রিকা দাখিল করতে পারেন।’
আইনজীবী সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে মৃত্যু হয়েছে, কারা এর জন্য দায়ী, এসব বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রোববার দাখিল করব। আমরা চাইব ওই ঘটনায় টর্ট আইনে ক্ষতিপূরণ এবং কাদের গাফিলতি সেটি খুঁজে বের করা।’
মামলার সূত্রে জানা যায়, পোকামাকড় মারতে শিশুদের বাবা মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড’ নামে একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। পেস্ট কন্ট্রোল কোম্পানিটির কর্মীরা ২ জুন পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড সমৃদ্ধ ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ছয় ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয় বাসিন্দাদের। কোম্পানির নির্দেশনা মেনে দুই দিন পর তাঁরা ঘরে প্রবেশ করেন। এরপরেও গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তাঁরা। দুই শিশুর মৃত্যু হয়। তাদের মা ও বাবা হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় মোবারক হোসেন ভাটারা থানায় ৫ জুন মামলা করেন। মামলায় ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি টিটো মোল্লাকে গত মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়েছে।

রাজধানীর বসুন্ধরা এলাকায় বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এমন মন্তব্য করেন।
এর আগে বিষয়টি আদালতের নজরের আনেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। এ সময় আদালত বলেন, ‘বিষয়টি পত্রিকায় পড়েছি। এটা খুবই হৃদয়বিদারক।’
সারোয়ার হোসেন বলেন, ‘আমারও বাচ্চা আছে। দুই শিশুর মৃত্যুতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাদের মৃত্যুর জন্য ফৌজদারি মামলা যথেষ্ট নয়। হাইকোর্টের এই বিষয়টি দেখা উচিত। পরে আদালত বলেন, আপনি পত্রিকা দাখিল করতে পারেন।’
আইনজীবী সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে মৃত্যু হয়েছে, কারা এর জন্য দায়ী, এসব বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রোববার দাখিল করব। আমরা চাইব ওই ঘটনায় টর্ট আইনে ক্ষতিপূরণ এবং কাদের গাফিলতি সেটি খুঁজে বের করা।’
মামলার সূত্রে জানা যায়, পোকামাকড় মারতে শিশুদের বাবা মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড’ নামে একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। পেস্ট কন্ট্রোল কোম্পানিটির কর্মীরা ২ জুন পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড সমৃদ্ধ ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ছয় ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয় বাসিন্দাদের। কোম্পানির নির্দেশনা মেনে দুই দিন পর তাঁরা ঘরে প্রবেশ করেন। এরপরেও গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তাঁরা। দুই শিশুর মৃত্যু হয়। তাদের মা ও বাবা হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় মোবারক হোসেন ভাটারা থানায় ৫ জুন মামলা করেন। মামলায় ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি টিটো মোল্লাকে গত মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে