সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে মারধর করেন ওই বিদ্যালয়ের সাবেক দুই ছাত্র। পরে আল আমিন ও রমজান আলী সজল নামে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে।
আজ রোববার সকালে মানিকগঞ্জের আদালতে নেওয়া হলে আল আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আসামি আল আমিন মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
এসআই কামরুজ্জামান জানান, গত শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। অপর আসামি রমজানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে আদালত আলামিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান। তিনি বলেন, ‘অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি আলামিনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্য আসামি রমজানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য গত বুধবার সকালে সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে বিদ্যালয়ের সামনে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন হরগজ বালুর চর গ্রামের যুবক আলামিন ও রমজান। তাঁরা দুজনই ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে মারধর করেন ওই বিদ্যালয়ের সাবেক দুই ছাত্র। পরে আল আমিন ও রমজান আলী সজল নামে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে।
আজ রোববার সকালে মানিকগঞ্জের আদালতে নেওয়া হলে আল আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আসামি আল আমিন মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
এসআই কামরুজ্জামান জানান, গত শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। অপর আসামি রমজানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে আদালত আলামিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান। তিনি বলেন, ‘অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি আলামিনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্য আসামি রমজানকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য গত বুধবার সকালে সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনকে বিদ্যালয়ের সামনে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন হরগজ বালুর চর গ্রামের যুবক আলামিন ও রমজান। তাঁরা দুজনই ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৪২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে