Ajker Patrika

রক্ত দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করা হবে: বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর প্রতিনিধি
রক্ত দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করা হবে: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। অন্য রাজনৈতিক দল নির্বাচনে এসে জনমত যাছাই করে দেখুক। কিন্তু জনগণকে হুমকি দিয়ে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করা হবে। এটাই আওয়ামী লীগের শপথ। 

আজ রোববার সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকপাড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাহাউদ্দিন নাছিম বলেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা সন্ত্রাসের রাজনীতি করে, যারা ধ্বংসের রাজনীতি করে, যারা হাওয়া ভবন থেকে দুর্নীতি করেছে, তাদের হাতে কখনোই দেশ ছেড়ে দেওয়া হবে না। 

তিনি আরো বলেন, শেখ হাসিনার কাছে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। জাতীর পিতার সোনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বেই গড়ে তোলা হবে। 

মাদারীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত