আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। অন্য রাজনৈতিক দল নির্বাচনে এসে জনমত যাছাই করে দেখুক। কিন্তু জনগণকে হুমকি দিয়ে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করা হবে। এটাই আওয়ামী লীগের শপথ।
আজ রোববার সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকপাড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা সন্ত্রাসের রাজনীতি করে, যারা ধ্বংসের রাজনীতি করে, যারা হাওয়া ভবন থেকে দুর্নীতি করেছে, তাদের হাতে কখনোই দেশ ছেড়ে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনার কাছে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। জাতীর পিতার সোনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বেই গড়ে তোলা হবে।
মাদারীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে