৪০ হাজার টাকা ব্যয়ে হিরো আলমের ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী উত্তম কুমার। ২০১৮ সালে তিনি এটি তৈরি করেন। তবে আজ মঙ্গলবার বিকেলে হিরো আলম ভাস্কর্যের সঙ্গে নিজের তোলা ছবি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করেন। সেখানে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য।’
হিরো আলম ফেসবুকে ছবি আপলোড করার পর নতুন করে ফের আলোচনায় এসেছে ভাস্কর্যের বিষয়টি। হিরো আলমের সেই পোস্টের মন্তব্য ঘরে নানা ইতিবাচক ও নেতিবাচক মতামত দিচ্ছেন নেটিজেনরা।
ভাস্কর্য তৈরির কাজে যুক্ত থাকা উত্তম কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে যখন হিরো আলম আলোচনায় আসে তখন আমি ভাস্কর্যটি তৈরি করি। কোনো একাডেমিক উদ্দেশ্যে নয়, শখের বশে। তবে হিরো আলমকে পছন্দ করার কারণ হলো—তাঁর চেহারার ভেতরে ভাস্কররা পছন্দ করে এ রকম একটি বিষয় রয়েছে, যেটা ভাস্কর্যের সঙ্গে যায়। ভাস্কর্য তৈরি করতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে।’
উত্তম কুমার আরও বলেন, ‘ভাস্কর্য তৈরি করার পর সে সময়ে আমি ফেসবুকে আপলোড করার পর আলোচনায় আসে। হিরো আলম নিজেও সেটা দেখে যান। তবে হিরো আলমকে ভাস্কর্য দেওয়া হয়ে ওঠেনি। তিনি (হিরো আলম) চাইলে দিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, উত্তম কুমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের জ্যোতির্ময় গুহঠাকুরতা ভবনে থাকেন, তার কক্ষেই হিরো আলমের ভাস্কর্য রয়েছে। তিনি ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩১ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৫ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে