নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে জেলা ও মহানগর হেফাজতে ইসলামের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া মসজিদে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় আলেমদের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভা থেকে এই প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রত্যাখ্যান করলাম। নারায়ণগঞ্জবাসী এই কমিটি মানে না, মানতে পারে না। বিতর্কিত লোকদের নিয়ে এই কমিটি হতে পারে না।’
সভায় নবগঠিত হেফাজতে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া এ বি এম সিরাজুল মামুন তাঁর পদবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল আউয়ালকে মূল দায়িত্ব থেকে বাদ দেওয়া এবং শীর্ষস্থানীয় আলেমদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে। একই সঙ্গে আমাকে না জানিয়ে এই পদ দেওয়া হয়েছে। তাই এই কমিটি ঘোষণার নিন্দা জানাই ও কমিটি প্রত্যাখ্যান করছি।’
এর আগে, ৪ অক্টোবর শহরের বাগে জান্নাত মসজিদে প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব ও মাওলানা মামুনুল হক।
নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি মুফতি মনির হোসাই কাসেমী এবং সাধারণ সম্পাদক এ বি এম সিরাজুল মামুনকে নির্বাচিত করা হয়। মহানগর হেফাজতে ইসলামের কমিটিতে সভাপতি মুফতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাওলানা মীর আহমাদুল্লাহকে নির্বাচিত করা হয়। তবে কমিটি ঘোষণার পরদিন জেলা কমিটি থেকে সরে আসলেন সিরাজুল মামুন।

নারায়ণগঞ্জে জেলা ও মহানগর হেফাজতে ইসলামের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া মসজিদে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় আলেমদের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভা থেকে এই প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রত্যাখ্যান করলাম। নারায়ণগঞ্জবাসী এই কমিটি মানে না, মানতে পারে না। বিতর্কিত লোকদের নিয়ে এই কমিটি হতে পারে না।’
সভায় নবগঠিত হেফাজতে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া এ বি এম সিরাজুল মামুন তাঁর পদবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল আউয়ালকে মূল দায়িত্ব থেকে বাদ দেওয়া এবং শীর্ষস্থানীয় আলেমদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে। একই সঙ্গে আমাকে না জানিয়ে এই পদ দেওয়া হয়েছে। তাই এই কমিটি ঘোষণার নিন্দা জানাই ও কমিটি প্রত্যাখ্যান করছি।’
এর আগে, ৪ অক্টোবর শহরের বাগে জান্নাত মসজিদে প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব ও মাওলানা মামুনুল হক।
নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি মুফতি মনির হোসাই কাসেমী এবং সাধারণ সম্পাদক এ বি এম সিরাজুল মামুনকে নির্বাচিত করা হয়। মহানগর হেফাজতে ইসলামের কমিটিতে সভাপতি মুফতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাওলানা মীর আহমাদুল্লাহকে নির্বাচিত করা হয়। তবে কমিটি ঘোষণার পরদিন জেলা কমিটি থেকে সরে আসলেন সিরাজুল মামুন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে