Ajker Patrika

কেরানীগঞ্জে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২২: ০৬
কেরানীগঞ্জে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় আব্দুল আজিজ মিয়ার বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তাঁদের মৃত্যু হয়। তাঁরা হলেন ওই বাড়ির দারোয়ান রাজু (৪০) ও শ্রমিক হানিফ (২৭)। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী বলেন, ‘শনিবার বিকেলে ওই বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে আসেন শ্রমিক হানিফ। রিজার্ভ ট্যাংকটি অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। ট্যাংকের ঢাকনা খুলতেই ভেতরে জমে থাকা গ্যাসের গন্ধে অজ্ঞান হয়ে ট্যাংকের ভেতর পড়ে যান শ্রমিক হানিফ।

পরে তাঁকে উদ্ধার করতে যান ওই বাড়ির দারোয়ান সাজু। তিনিও গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে ট্যাংকের ভেতর পড়ে যান। পরে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। পরিবারের লোকজন আসলে মরদেহের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত