Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যান-ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যান-ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ 

টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান-ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাথাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে, থেমে থেমে যান চলাচল করছে। 

কাভার্ডভ্যান-ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষএলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রাসেল জানান, মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় উত্তরবঙ্গ থেকে জামালপুরগামী উত্তরা এক্সপ্রেস নাইফ পরিবহনের বাসটি পেছন থেকে ঢাকামুখী কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে অপর দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত