গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব সরদার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১৮ মে) গভীর রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সাকিবের বন্ধু মোটরসাইকেলের আরোহী রহিম মোল্যা (২৫) নামে এক সেনাসদস্য। নিহত সাকিব সদর উপজেলার খানারপাড় গ্রামের হান্নান সরদারের ছেলে। তিনি জেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে সদ্য স্নাতক (অনার্স) শেষ করেছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে সেনাসদস্য বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন সাকিব। তাঁরা কোনাগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিব নিহত হন। গুরুতর আহত হন রহিম। রহিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সাকিবের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। সোমবার (১৯ মে) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাকিবের মরদেহ দাফন করা হয়।
গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব সরদার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১৮ মে) গভীর রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সাকিবের বন্ধু মোটরসাইকেলের আরোহী রহিম মোল্যা (২৫) নামে এক সেনাসদস্য। নিহত সাকিব সদর উপজেলার খানারপাড় গ্রামের হান্নান সরদারের ছেলে। তিনি জেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে সদ্য স্নাতক (অনার্স) শেষ করেছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে সেনাসদস্য বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন সাকিব। তাঁরা কোনাগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিব নিহত হন। গুরুতর আহত হন রহিম। রহিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সাকিবের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। সোমবার (১৯ মে) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাকিবের মরদেহ দাফন করা হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. আসমা তারার বিরুদ্ধে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ পাওয়া ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা ১১টার দিকে একাধিক ইউপি সদস্য ও ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
৭ মিনিট আগেবিবৃতিতে বলা হয়, ইরান যখন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ গড়ে তুলছে, ঠিক সেই সময় দেশটি মার্কিন-ইহুদি লবির ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানের রাজনৈতিক ও সামরিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।
১০ মিনিট আগেদুই মাস আগে রবিনের ঠিকানায় তালাকের নোটিশ পাঠান নাছিমা। পরিবারের লোকজন রবিনকে বিষয়টি অবগত করেননি।
১৯ মিনিট আগেবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন।
৩০ মিনিট আগে