Ajker Patrika

আনু মুহাম্মদের পায়ে অস্ত্রোপচার আগামী সপ্তাহে 

আনু মুহাম্মদের পায়ে অস্ত্রোপচার আগামী সপ্তাহে 

তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে আগামী সপ্তাহে। তিনি বর্তমান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন। 

আনু মুহাম্মদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

আনু মুহাম্মদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম আজকের পত্রিকাকে বলেন, আনু মুহাম্মদের শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তার ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে। তার বাঁ পায়ের পাঁচটি ও ডান পায়ের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আগামী সপ্তাহে তার অস্ত্রোপচার করার প্রস্তুতি নিচ্ছি। 

জানা গেছে, দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত রোববার তিনি ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তার পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে তার দুই পাই ক্ষতিগ্রস্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত