জবি প্রতিনিধি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের লক্ষ্যে ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। সেখানে ৬ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১। ৪৫ তম বিসিএসে ভাইভার নম্বর ১০০ করতে হবে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে।
২। প্রতিটি বিসিএসের নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।
৩। সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে ভ্যারিফিকেশনে হয়রানি লাঘবের ব্যবস্থা এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে।
৪। ভাইভা উত্তীর্ণ সবার চাকরি নিশ্চিত করতে হবে।
৫। প্রাইভেট সেক্টরে আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে আগামী ৭ দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে।
৬। বিসিএসসহ সব চাকরি পরীক্ষার ভাইভা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে।
৭। বিসিএস প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় নতুন করে পরীক্ষা নিতে হবে।
৮। পিএসসির সদস্য পরিবর্তন করতে হবে। প্রশ্ন ফাঁস হওয়া ৪৬ তম বিসিএস বাতিল করতে হবে।
সমাবেশ শেষে আন্দোলনকারী ২০১১-১২ সেশনের জবি শিক্ষার্থী মুন্না বলেন, ‘আমরা দেশের মেধাবী তরুণেরা, আমাদের ন্যায্য দাবি নিয়ে আজ বিক্ষোভ মিছিলে নেমেছি। পিএসসির বর্তমান দুর্বলতা ও অনিয়ম দেশের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করছে। আমরা চাই, পিএসসি হোক স্বচ্ছ, নিরপেক্ষ ও আধুনিক। আমাদের ৬ দফা শুধু শিক্ষার্থীদের দাবি নয়, এটি দেশের সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার জন্য জরুরি। যদি আমাদের যৌক্তিক দাবি মানা না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।’

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের লক্ষ্যে ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। সেখানে ৬ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১। ৪৫ তম বিসিএসে ভাইভার নম্বর ১০০ করতে হবে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে।
২। প্রতিটি বিসিএসের নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।
৩। সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে ভ্যারিফিকেশনে হয়রানি লাঘবের ব্যবস্থা এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে।
৪। ভাইভা উত্তীর্ণ সবার চাকরি নিশ্চিত করতে হবে।
৫। প্রাইভেট সেক্টরে আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে আগামী ৭ দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে।
৬। বিসিএসসহ সব চাকরি পরীক্ষার ভাইভা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে।
৭। বিসিএস প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় নতুন করে পরীক্ষা নিতে হবে।
৮। পিএসসির সদস্য পরিবর্তন করতে হবে। প্রশ্ন ফাঁস হওয়া ৪৬ তম বিসিএস বাতিল করতে হবে।
সমাবেশ শেষে আন্দোলনকারী ২০১১-১২ সেশনের জবি শিক্ষার্থী মুন্না বলেন, ‘আমরা দেশের মেধাবী তরুণেরা, আমাদের ন্যায্য দাবি নিয়ে আজ বিক্ষোভ মিছিলে নেমেছি। পিএসসির বর্তমান দুর্বলতা ও অনিয়ম দেশের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করছে। আমরা চাই, পিএসসি হোক স্বচ্ছ, নিরপেক্ষ ও আধুনিক। আমাদের ৬ দফা শুধু শিক্ষার্থীদের দাবি নয়, এটি দেশের সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার জন্য জরুরি। যদি আমাদের যৌক্তিক দাবি মানা না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।’

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২৪ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২৫ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
৩০ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে