নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন—এমন অভিযোগে বোন হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নিহত গৃহবধূর ভাই আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, `তিন বছর আগে শেখ আল আকিব নামের এক যুবকের সঙ্গে আমার ছোট বোন ফাহিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে আমার বোনকে নানাভাবে নির্যাতন করতে থাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে গত বছরের ২৬ ডিসেম্বরে আমার বোনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চায়। বোনজামাই আকিবসহ নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল আল আমিন (আকিবের ভাই), মামুন (আকিবের ভাই), ফরিদা ইয়াসমিন ওরফে বেবি আক্তার (আকিবের মা) এবং সাথী আক্তার (আকিবের ভাবি)।'
আব্দুস সাত্তার আরও অভিযোগ করেন, `আমার বোনের মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্বাশুরবাড়িতে গিয়ে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। এরপর ওয়ারী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। আমি হত্যা মামলা করতে চাইলে তাঁরা সেটা না নিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দেয়। এরপর আমার পক্ষের একাধিক আইনজীবীও আসামিপক্ষের সঙ্গে যোগসাজশ করে তাদের জামিন পেতে সহায়তা করে। মামলা দায়েরের পরে পুলিশের মাধ্যমে অর্থের বিনিময়ে আপসের প্রস্তাবও দিয়েছে আসামিপক্ষ। এ ঘটনায় আইনি উপায়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়ায় আমি উদ্বিগ্ন।'
হত্যাকাণ্ডের শিকার ফাহিমা আক্তারের ভাই ও তাঁর পরিবারের অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন—এমন অভিযোগে বোন হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নিহত গৃহবধূর ভাই আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, `তিন বছর আগে শেখ আল আকিব নামের এক যুবকের সঙ্গে আমার ছোট বোন ফাহিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে আমার বোনকে নানাভাবে নির্যাতন করতে থাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে গত বছরের ২৬ ডিসেম্বরে আমার বোনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চায়। বোনজামাই আকিবসহ নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল আল আমিন (আকিবের ভাই), মামুন (আকিবের ভাই), ফরিদা ইয়াসমিন ওরফে বেবি আক্তার (আকিবের মা) এবং সাথী আক্তার (আকিবের ভাবি)।'
আব্দুস সাত্তার আরও অভিযোগ করেন, `আমার বোনের মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্বাশুরবাড়িতে গিয়ে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। এরপর ওয়ারী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। আমি হত্যা মামলা করতে চাইলে তাঁরা সেটা না নিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দেয়। এরপর আমার পক্ষের একাধিক আইনজীবীও আসামিপক্ষের সঙ্গে যোগসাজশ করে তাদের জামিন পেতে সহায়তা করে। মামলা দায়েরের পরে পুলিশের মাধ্যমে অর্থের বিনিময়ে আপসের প্রস্তাবও দিয়েছে আসামিপক্ষ। এ ঘটনায় আইনি উপায়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়ায় আমি উদ্বিগ্ন।'
হত্যাকাণ্ডের শিকার ফাহিমা আক্তারের ভাই ও তাঁর পরিবারের অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে