নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ছয় দিন বিকেল পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শৃঙ্খলা রাখতে কড়াকড়ি ধরে রাখা গেলেও আজ সোমবার রাতে আর পারা যায়নি। ট্রেনের ছাদে যাত্রী বহন নিষিদ্ধ হলেও আজ রাতে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর বগিতে তিল ধারণের ঠাঁই না থাকায় যাত্রীদের ছাদে উঠতে দেখা যায়।
ফেসবুকে বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ পেজে রাজু মাস্তান নামে এক ব্যবহারকারী ছাদে যাত্রী বোঝায় ট্রেনের কয়েকটি ছবি পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমি রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে, পাশে লালমণি এক্সপ্রেস ফুল প্যাকেট।’
উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনেও অতিরিক্ত যাত্রী দেখা গেছে। বিশেষ করে জয়দেবপুর ক্রসিংয়ের সময় ট্রেনের ভেতরে ও ছাদে উপচে পড়া যাত্রী দেখা গেছে। মাইকিং করেও যাত্রীদের ছাদ থেকে নামানো যায়নি। একই অবস্থা দেখা গেছে পশ্চিমাঞ্চলের আরেক ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসে।
সবগুলো ট্রেনই আজ রাত ৯টার পর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
এদিকে গত ছয় দিন ধরেই কড়াকড়ি অবস্থায় যাত্রীদের স্টেশনে প্রবেশ করিয়েছে রেল কর্তৃপক্ষ। তিনবার চেকিং ও ‘টিকিট যার ভ্রমণ তাঁর’ নীতিতে অগ্রিম টিকিটের রেলযাত্রা শুরু হয় ৫ এপ্রিল থেকে। আজ সন্ধ্যা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র স্বাভাবিক ছিল।
এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘এবার ছাদে ওঠার কোনো সুযোগ নেই।’ একই কথা বলেছিলেন ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম।
তবে আশঙ্কা ছিল আজ ও আগামীকাল মঙ্গলবার রেলের এই কড়াকড়ি থাকবে না। সন্ধ্যার পর সেই আশঙ্কাই সত্যি হলো!
এ বিষয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘শেষ সময়ে পারা যায়নি! গার্মেন্টস ছুটি হওয়াতে যাত্রীর চাপ অনেক বেশি ছিল।’
তিনি বলেন, ‘আমরা যত দূর পেরেছি চেষ্টা করেছি। লালমণি এক্সপ্রেস স্টেশন ছেড়ে গেছে।’
এদিকে অভিযোগ রয়েছে, কমলাপুর স্টেশনে কড়াকড়ি হলেও বিমানবন্দর স্টেশনে বিশৃঙ্খল অবস্থা রয়েছে। অনেকে টিকিট কেটে আসনে বসতে পারেননি। প্রচুর যাত্রী ছাদে চড়ে যাত্রা করেছেন।

টানা ছয় দিন বিকেল পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শৃঙ্খলা রাখতে কড়াকড়ি ধরে রাখা গেলেও আজ সোমবার রাতে আর পারা যায়নি। ট্রেনের ছাদে যাত্রী বহন নিষিদ্ধ হলেও আজ রাতে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর বগিতে তিল ধারণের ঠাঁই না থাকায় যাত্রীদের ছাদে উঠতে দেখা যায়।
ফেসবুকে বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ পেজে রাজু মাস্তান নামে এক ব্যবহারকারী ছাদে যাত্রী বোঝায় ট্রেনের কয়েকটি ছবি পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমি রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে, পাশে লালমণি এক্সপ্রেস ফুল প্যাকেট।’
উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনেও অতিরিক্ত যাত্রী দেখা গেছে। বিশেষ করে জয়দেবপুর ক্রসিংয়ের সময় ট্রেনের ভেতরে ও ছাদে উপচে পড়া যাত্রী দেখা গেছে। মাইকিং করেও যাত্রীদের ছাদ থেকে নামানো যায়নি। একই অবস্থা দেখা গেছে পশ্চিমাঞ্চলের আরেক ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসে।
সবগুলো ট্রেনই আজ রাত ৯টার পর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
এদিকে গত ছয় দিন ধরেই কড়াকড়ি অবস্থায় যাত্রীদের স্টেশনে প্রবেশ করিয়েছে রেল কর্তৃপক্ষ। তিনবার চেকিং ও ‘টিকিট যার ভ্রমণ তাঁর’ নীতিতে অগ্রিম টিকিটের রেলযাত্রা শুরু হয় ৫ এপ্রিল থেকে। আজ সন্ধ্যা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র স্বাভাবিক ছিল।
এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘এবার ছাদে ওঠার কোনো সুযোগ নেই।’ একই কথা বলেছিলেন ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম।
তবে আশঙ্কা ছিল আজ ও আগামীকাল মঙ্গলবার রেলের এই কড়াকড়ি থাকবে না। সন্ধ্যার পর সেই আশঙ্কাই সত্যি হলো!
এ বিষয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘শেষ সময়ে পারা যায়নি! গার্মেন্টস ছুটি হওয়াতে যাত্রীর চাপ অনেক বেশি ছিল।’
তিনি বলেন, ‘আমরা যত দূর পেরেছি চেষ্টা করেছি। লালমণি এক্সপ্রেস স্টেশন ছেড়ে গেছে।’
এদিকে অভিযোগ রয়েছে, কমলাপুর স্টেশনে কড়াকড়ি হলেও বিমানবন্দর স্টেশনে বিশৃঙ্খল অবস্থা রয়েছে। অনেকে টিকিট কেটে আসনে বসতে পারেননি। প্রচুর যাত্রী ছাদে চড়ে যাত্রা করেছেন।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৫ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২১ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে