কুমিল্লা থেকে উদ্ধার করে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া ৭২ বছরের অসুস্থ হাতিটির মুখ দিয়ে পুঁজ বের হচ্ছে। হাতিটির চিকিৎসা দিতে দেশ-বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হচ্ছে। বয়স্ক হাতিটির দাঁত কাটা হয়েছিল। এ কারণে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক সংক্রমণের কারণে প্রদাহ সৃষ্টি হয়। ক্ষতস্থান থেকে প্রতিনিয়ত হলুদাভ সাদা পুঁজ ঝরছে।
পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, গত ২৪ আগস্ট কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বাজারে টাকা তোলার সময় হাতিটি তাণ্ডব চালায়। এ সময় বশে আনতে তিনজন মাহুত হাতিটি বেঁধে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন চালান। এরপর সেই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বন বিভাগের কর্মীরা সেটি উদ্ধার করে ৩০ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসেন। সেখানে শারীরিক পরীক্ষার পর জানা যায় হাতটির দাঁত কাটা হয়েছিল মারাত্মক আঘাত করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়ার্ল্ড লাইফ সুপার ভাইজার আনিসুর রহমান বলেন, হাতিটির দাঁত যে স্থান থেকে কাটার কথা সেখান থেকে না কেটে ঝুঁকিপূর্ণ জায়গায় কাটার ফলে ইনফেকশন হয়েছে। এখন নিয়মিত চিকিৎসা চলছে। এ ছাড়া হাতির বয়স খুবই বেশি হয়েছে। এখন দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, দেশি-বিদেশি চিকিৎসকের পরামর্শে প্রতিনিয়ত ওষুধ খাওয়ানো হচ্ছে। একজন বিদেশি চিকিৎসক চিকিৎসা করছেন। তিনি অন্য গবেষণার পাশাপাশি নিয়মিত অসুস্থ হাতির চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, হাতিটির মালিকের নির্দেশনায় অথবা মাহুত হাতিটির দাঁত কেটে ফেলার কারণে মুখ দিয়ে প্রতিনিয়ত পুঁজ ঝড়ে পড়ছে। এ ছাড়া আমাদের পার্কের নিজস্ব ভেটেরিনারি সার্জন নিয়মিত চিকিৎসা চালাচ্ছেন হাতটি সুস্থ করে তুলতে।

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৮ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩২ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে