দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার কুমারখালীতে দায়িত্বপ্রাপ্ত ১ হাজার ১৭৬ জন পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে ব্রিফিং করেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে তিনি এই ব্রিফিং করেন।
এ সময় ইউএনও মাহবুবুল হক বলেন, আপনাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা হলো কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে আইনসংগত সকল কাজ করবেন। তবে প্রিসাইডিং কর্মকর্তা যদি আইনসংগত কোনো কাজ না বলে, তাহলে তাঁর আইন বিরোধী অবৈধ নির্দেশ মানা যাবে না। প্রিসাইডিং কর্মকর্তা কারও পক্ষপাতিত্ব করতে পারবে না। আপনারা অবশ্য ভোট গণনা শেষে ফলাফল ও নির্বাচনী সরঞ্জামাদি উপজেলায় জমা দিয়ে তারপরে যাবেন।
তিনি আরও বলেছেন, নির্বাচনে সবচেয়ে বেশি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আপনারা। আপনাদের সততা, নিষ্ঠা ও সুষ্ঠু দায়িত্ব পালনের উপর নির্ভর করবে আগামী সংসদ গঠন কেমন হবে? দেশের উন্নয়ন কতটুকু ত্বরান্বিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি মো. আকিবুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা আনসার ভিডিপির কমান্ডার হেলাল উদ্দিন, উপজেলা আনসার ভিডিপির কমান্ডার শহিদুল ইসলাম, আনসার ভিডিপির থানা প্রশিক্ষক হামিদা পারভীন সহ অন্যরা।
জানা গেছে, কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে কুষ্টিয়া-৪ আসন গঠিত। দুইটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৫৯৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ১৪৮টি। তার মধ্যে কুমারখালীতে মোট ৯৮টি ভোট কেন্দ্রে রয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে মোট এক হাজার ১৭৬ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
এই আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার করছেন সাবেক সংসদ সদস্য ও ট্রাক মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৬ মিনিট আগে