
ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নেই চিরচেনা যানজট। এবারে পাল্টে গেছে মহাসড়কের চিত্র। ফলে কোনো রকম দুর্ভোগ ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন চালক ও যাত্রীরা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহার আগে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক বিভাজক বন্ধ করে দিয়ে ইউটার্ন খুলে দেওয়ায় যানবাহনগুলো কোনো সিগন্যাল ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছে। সে জন্য এবার মহাসড়কের যানজট পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। আমরা যানজট নিরসনে সব সময় নিরলস কাজ করে যাচ্ছি।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ অফিস সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় এ বছর সাতটি ইউলুপ নির্মাণ করা হয়েছে।
শিমরাইল (চিটাগাং রোড) বাসস্ট্যান্ড, কাঁচপুর, মদনপুর, কেওঢালা, লাঙ্গলবন্দ ও মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে যেসব যানবাহন ইউটার্ন নিয়ে চলাচল করত, ওই সব ইউটার্ন এ বছর বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব স্থানীয় যানবাহন এসব স্ট্যান্ড থেকে যাত্রী ওঠা-নামা করত, ওইসব স্ট্যান্ডে আলাদা লেন করে দেওয়া হয়েছে।
যাতে দূরপাল্লার সব ধরনের যানবাহন নির্বিঘ্নে মহাসড়ক দিয়ে চলাচল করতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত দূরপাল্লার যানবাহন আগে এসব বাসস্ট্যান্ডে লোকাল বাস ও অন্যান্য যানবাহন মহাসড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করার কারণে নির্বিঘ্নে দূরপাল্লার যানবাহন চলাচল করতে পারত না। এ কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো।
সাইফুল ইসলাম নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর ঈদের সময় যাত্রীদের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেলেও এবার তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এবারে ঈদযাত্রায় মহাসড়কের এমন ফাঁকা অবস্থা আগে কখনো দেখিনি। স্বাভাবিকের তুলনায় আরামদায়কভাবেই গ্রামে যেতে পারছি।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগের পদক্ষেপ হিসেবে মহাসড়কে ইউলুপ ও বাসস্ট্যান্ডগুলোতে লোকাল বাসের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে। ফলে এবারের ঈদে ঘরমুখী দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি।’

ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নেই চিরচেনা যানজট। এবারে পাল্টে গেছে মহাসড়কের চিত্র। ফলে কোনো রকম দুর্ভোগ ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন চালক ও যাত্রীরা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহার আগে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক বিভাজক বন্ধ করে দিয়ে ইউটার্ন খুলে দেওয়ায় যানবাহনগুলো কোনো সিগন্যাল ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছে। সে জন্য এবার মহাসড়কের যানজট পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। আমরা যানজট নিরসনে সব সময় নিরলস কাজ করে যাচ্ছি।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ অফিস সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় এ বছর সাতটি ইউলুপ নির্মাণ করা হয়েছে।
শিমরাইল (চিটাগাং রোড) বাসস্ট্যান্ড, কাঁচপুর, মদনপুর, কেওঢালা, লাঙ্গলবন্দ ও মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে যেসব যানবাহন ইউটার্ন নিয়ে চলাচল করত, ওই সব ইউটার্ন এ বছর বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব স্থানীয় যানবাহন এসব স্ট্যান্ড থেকে যাত্রী ওঠা-নামা করত, ওইসব স্ট্যান্ডে আলাদা লেন করে দেওয়া হয়েছে।
যাতে দূরপাল্লার সব ধরনের যানবাহন নির্বিঘ্নে মহাসড়ক দিয়ে চলাচল করতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত দূরপাল্লার যানবাহন আগে এসব বাসস্ট্যান্ডে লোকাল বাস ও অন্যান্য যানবাহন মহাসড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করার কারণে নির্বিঘ্নে দূরপাল্লার যানবাহন চলাচল করতে পারত না। এ কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো।
সাইফুল ইসলাম নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর ঈদের সময় যাত্রীদের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেলেও এবার তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এবারে ঈদযাত্রায় মহাসড়কের এমন ফাঁকা অবস্থা আগে কখনো দেখিনি। স্বাভাবিকের তুলনায় আরামদায়কভাবেই গ্রামে যেতে পারছি।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগের পদক্ষেপ হিসেবে মহাসড়কে ইউলুপ ও বাসস্ট্যান্ডগুলোতে লোকাল বাসের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে। ফলে এবারের ঈদে ঘরমুখী দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৩ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে