ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নবজাতক শিশুটির নাম আয়ান। বয়স ছিল মাত্র ১৬ দিন। শিশুটির মায়ের নাম সাকিলা বেগম ও বাবার নাম ইদ্রিছ মিয়া। ইদ্রিস ও সাকিলা দম্পতির প্রথম সন্তান ছিল আয়ান। গেল ৫ নভেম্বর শুক্রবার দুপুরে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে ভৈরব শহরের কালিপুর গ্রামের মধ্যপাড়া মহল্লায়। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহত শিশুটির বাবা-মা কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হলে ঘটনার ৫ দিন পর বেড়িয়ে আসে শিশু মৃত্যুর আসল রহস্য।
পুলিশ জানায়, ঘটনার দিন শিশুটিকে শৌচাগারের বালতির পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি প্রচার করা হয় ঘুমন্ত মায়ের কোল থেকে শিশুটিকে কে বা কারা নিয়ে বালতির পানিতে ফেলে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ শিশুটির পরিবারের বরাত দিয়ে জানায়, মা সাকিলা বেগম শিশু সন্তান আয়ানকে ঘটনার দিনদুপুরে গোসল করাতে শৌচাগারে নিয়ে যান। এ সময় মা সাকিলার অসাবধানতায় হঠাৎ হাত থেকে শিশু আয়ান পানি ভর্তি বালতিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মা শিশুটিকে বালতি থেকে তুলে নিয়ে দেখতে পান শিশুটি আর বেঁচে নেই। পরে স্বামী ও শাশুড়ির ভয়ে সাকিলা শিশুটিকে বালতির পানিতে রেখে রুমে চলে যান এবং ঘুমের ভান ধরে শুয়ে থাকে। ঘটনাটির সময় কেউ কাছে ছিলেন না।
সাকিলা এ ঘটনায় ভয় পেয়ে যান এবং নাটক সাজিয়ে বলেন, আমি সন্তানকে কোলে নিয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুমন্ত অবস্থায় কে বা কারা আমার সন্তানকে কোল থেকে নিয়ে বালতির পানিতে ফেলে দিয়েছে।
সাকিলার কথায় স্বামী ও শাশুড়িও যোগ দেন। সাকিলার স্বামী বলেন, আমার স্ত্রী ভয়ে কাউকে কিছু না বলে চুপ ছিল।
অবশেষে নবজাতকের মৃত্যুর রহস্য সামনে আসে। পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দেন শিশুটির বাবা-মা। ঘটনার বিবরণ শুনে পুলিশও অবাক হয়ে যায়।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনার ৫ দিন পর বুধবার রাতে শিশুটির মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। এ সময় শিশুটির বাবা ইদ্রিছ মিয়া বলেন, আমার স্ত্রীর ভুলের কারণে আমার সন্তান মারা গেছে। সে ভয়ে এত দিন সত্য কথা বলেনি। পরে সে আমাকে বিষয়টি জানায়, শিশুটিকে গোসল করানোর সময় অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তারপর নিজের ভুল ঢাকতে ভয়ে সে বলেছিল কে বা কারা শিশুটিকে বালতিতে ফেলে হত্যা করে। এ সময় থানায় স্বামীর সঙ্গে তার স্ত্রী উপস্থিত ছিলেন। ঘটনাটি সত্য বলে সাকিলা স্বীকার করেন।
ওসি মো. শাহিন আরও বলেন, আমি দু'জনের কথা শুনে অবাক হয়েছি। তবে, শিশুটিকে মা হত্যা করেনি বলে মনে হচ্ছে।

নবজাতক শিশুটির নাম আয়ান। বয়স ছিল মাত্র ১৬ দিন। শিশুটির মায়ের নাম সাকিলা বেগম ও বাবার নাম ইদ্রিছ মিয়া। ইদ্রিস ও সাকিলা দম্পতির প্রথম সন্তান ছিল আয়ান। গেল ৫ নভেম্বর শুক্রবার দুপুরে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে ভৈরব শহরের কালিপুর গ্রামের মধ্যপাড়া মহল্লায়। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহত শিশুটির বাবা-মা কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হলে ঘটনার ৫ দিন পর বেড়িয়ে আসে শিশু মৃত্যুর আসল রহস্য।
পুলিশ জানায়, ঘটনার দিন শিশুটিকে শৌচাগারের বালতির পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি প্রচার করা হয় ঘুমন্ত মায়ের কোল থেকে শিশুটিকে কে বা কারা নিয়ে বালতির পানিতে ফেলে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ শিশুটির পরিবারের বরাত দিয়ে জানায়, মা সাকিলা বেগম শিশু সন্তান আয়ানকে ঘটনার দিনদুপুরে গোসল করাতে শৌচাগারে নিয়ে যান। এ সময় মা সাকিলার অসাবধানতায় হঠাৎ হাত থেকে শিশু আয়ান পানি ভর্তি বালতিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মা শিশুটিকে বালতি থেকে তুলে নিয়ে দেখতে পান শিশুটি আর বেঁচে নেই। পরে স্বামী ও শাশুড়ির ভয়ে সাকিলা শিশুটিকে বালতির পানিতে রেখে রুমে চলে যান এবং ঘুমের ভান ধরে শুয়ে থাকে। ঘটনাটির সময় কেউ কাছে ছিলেন না।
সাকিলা এ ঘটনায় ভয় পেয়ে যান এবং নাটক সাজিয়ে বলেন, আমি সন্তানকে কোলে নিয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুমন্ত অবস্থায় কে বা কারা আমার সন্তানকে কোল থেকে নিয়ে বালতির পানিতে ফেলে দিয়েছে।
সাকিলার কথায় স্বামী ও শাশুড়িও যোগ দেন। সাকিলার স্বামী বলেন, আমার স্ত্রী ভয়ে কাউকে কিছু না বলে চুপ ছিল।
অবশেষে নবজাতকের মৃত্যুর রহস্য সামনে আসে। পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দেন শিশুটির বাবা-মা। ঘটনার বিবরণ শুনে পুলিশও অবাক হয়ে যায়।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনার ৫ দিন পর বুধবার রাতে শিশুটির মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। এ সময় শিশুটির বাবা ইদ্রিছ মিয়া বলেন, আমার স্ত্রীর ভুলের কারণে আমার সন্তান মারা গেছে। সে ভয়ে এত দিন সত্য কথা বলেনি। পরে সে আমাকে বিষয়টি জানায়, শিশুটিকে গোসল করানোর সময় অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তারপর নিজের ভুল ঢাকতে ভয়ে সে বলেছিল কে বা কারা শিশুটিকে বালতিতে ফেলে হত্যা করে। এ সময় থানায় স্বামীর সঙ্গে তার স্ত্রী উপস্থিত ছিলেন। ঘটনাটি সত্য বলে সাকিলা স্বীকার করেন।
ওসি মো. শাহিন আরও বলেন, আমি দু'জনের কথা শুনে অবাক হয়েছি। তবে, শিশুটিকে মা হত্যা করেনি বলে মনে হচ্ছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে