নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া বার বাংলাদেশের লিগ্যাল ইতিহাসে কালো দাগ সৃষ্টি করেছে, সব আইনজীবীকে কলঙ্কিত করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বার কাউন্সিল কিছু না করলে আমরা এখান থেকেই করব। ব্রাহ্মণবাড়িয়ার আদালতকক্ষে বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তিন আইনজীবী হাজির হলে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এসব মন্তব্য করেন।
শুরুতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টির শান্তিপূর্ণ অগ্রগতি হচ্ছে। আজ থেকে সব কোর্ট চলছে। সবকিছুরই সমাধান হবে। আমাদের এক মাস সময় দিন।’
তখন হাইকোর্ট বলেন, ‘কিছুই হয়নি। দিন যাচ্ছে আর সময় নষ্ট করছেন। এটার পরিণতি ভোগ করতে হবে। আপনারা জবাব দিলে দিন, না দিলে আমরা আমাদের মতো এগোব। একটা কোর্টকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে অচল করে রেখেছেন। সবকিছু আমরা দেখছি।’
হাইকোর্ট বলেন, ‘আইনজীবী সমিতির প্রেসিডেন্ট হোন আর সদস্য হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রতিদিন আমরা খবরের কাগজে চোখ রাখি। আপনারা কোর্ট বর্জন করছেন, করেন; কিন্তু বিচারপ্রার্থীরা কোর্টে গেলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। আপনারা এক্সপার্টি (একতরফা) গেলে আমরাও এক্সট্রিমে যাব। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।’
তিন আইনজীবীর পক্ষে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলাল ও বার কাউন্সিলের সদস্য সাঈদ আহমেদ রাজা।
গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বারের সভাপতিসহ তিন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে চিঠি পাঠান বিচারক মোহাম্মদ ফারুক। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করলে তিনি এই বেঞ্চে পাঠান। হাইকোর্ট ওই ঘটনায় তিন আইনজীবীকে ৫ জানুয়ারি তলব করেন এবং আদালত অবমাননার রুল জারি করেন। পরে ১৭ জানুয়ারি হাজির হয়ে তাঁরা সময় চাইলে আদালত ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া বার বাংলাদেশের লিগ্যাল ইতিহাসে কালো দাগ সৃষ্টি করেছে, সব আইনজীবীকে কলঙ্কিত করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বার কাউন্সিল কিছু না করলে আমরা এখান থেকেই করব। ব্রাহ্মণবাড়িয়ার আদালতকক্ষে বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তিন আইনজীবী হাজির হলে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এসব মন্তব্য করেন।
শুরুতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টির শান্তিপূর্ণ অগ্রগতি হচ্ছে। আজ থেকে সব কোর্ট চলছে। সবকিছুরই সমাধান হবে। আমাদের এক মাস সময় দিন।’
তখন হাইকোর্ট বলেন, ‘কিছুই হয়নি। দিন যাচ্ছে আর সময় নষ্ট করছেন। এটার পরিণতি ভোগ করতে হবে। আপনারা জবাব দিলে দিন, না দিলে আমরা আমাদের মতো এগোব। একটা কোর্টকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে অচল করে রেখেছেন। সবকিছু আমরা দেখছি।’
হাইকোর্ট বলেন, ‘আইনজীবী সমিতির প্রেসিডেন্ট হোন আর সদস্য হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রতিদিন আমরা খবরের কাগজে চোখ রাখি। আপনারা কোর্ট বর্জন করছেন, করেন; কিন্তু বিচারপ্রার্থীরা কোর্টে গেলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। আপনারা এক্সপার্টি (একতরফা) গেলে আমরাও এক্সট্রিমে যাব। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।’
তিন আইনজীবীর পক্ষে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলাল ও বার কাউন্সিলের সদস্য সাঈদ আহমেদ রাজা।
গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বারের সভাপতিসহ তিন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে চিঠি পাঠান বিচারক মোহাম্মদ ফারুক। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করলে তিনি এই বেঞ্চে পাঠান। হাইকোর্ট ওই ঘটনায় তিন আইনজীবীকে ৫ জানুয়ারি তলব করেন এবং আদালত অবমাননার রুল জারি করেন। পরে ১৭ জানুয়ারি হাজির হয়ে তাঁরা সময় চাইলে আদালত ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে