সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পুলিশের এসআই পরিচয়ে ডিসি অফিসে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. ইকরাম সরদার ফরিদপুরের প্রতাপ সিংহ গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার মধুপুর বড়টেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রিনা আক্তার নামে ভুক্তভোগী ও তাঁর শাশুড়ি রিনা বেগম সাভার থেকে আশুলিয়ায় বাসে করে বাসায় ফেরার সময় ইকরাম সরদারের সঙ্গে পরিচয় হয়। নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে সম্পর্ক করেন। একপর্যায়ে রিনা আক্তারের স্বামীকে ডিসি অফিসে ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথমে বিকাশের মাধ্যমে ১৩ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর চাকরি হয়ে গেছে বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে তাঁদের বাসায় এসে চাপ দিতে থাকেন। এ সময় ইকরামকে চাকরির নিয়োগপত্র দেখাতে বললে তিনি টালবাহানা করতে থাকে। এতে তাঁদের সন্দেহ হলে পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি সরলতার সুযোগ নিয়ে সম্পর্ক করেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। পরে নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেন।’
তিনি আরও বলেন, ‘পরে আরও টাকা নিতে বাসায় এসে চাপ দেন। সন্দেহ হলে ৯৯৯-এ ফোন দেন ভুক্তভোগীরা। ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করা হয়। তথ্য নিয়ে দেখা যায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে আরও ছয়টি মামলা রয়েছে।’

সাভারের আশুলিয়ায় পুলিশের এসআই পরিচয়ে ডিসি অফিসে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. ইকরাম সরদার ফরিদপুরের প্রতাপ সিংহ গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার মধুপুর বড়টেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রিনা আক্তার নামে ভুক্তভোগী ও তাঁর শাশুড়ি রিনা বেগম সাভার থেকে আশুলিয়ায় বাসে করে বাসায় ফেরার সময় ইকরাম সরদারের সঙ্গে পরিচয় হয়। নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে সম্পর্ক করেন। একপর্যায়ে রিনা আক্তারের স্বামীকে ডিসি অফিসে ভালো চাকরি দেওয়ার কথা বলে প্রথমে বিকাশের মাধ্যমে ১৩ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর চাকরি হয়ে গেছে বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে তাঁদের বাসায় এসে চাপ দিতে থাকেন। এ সময় ইকরামকে চাকরির নিয়োগপত্র দেখাতে বললে তিনি টালবাহানা করতে থাকে। এতে তাঁদের সন্দেহ হলে পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই বিপুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি সরলতার সুযোগ নিয়ে সম্পর্ক করেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। পরে নিজেকে আশুলিয়া থানার এসআই পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেন।’
তিনি আরও বলেন, ‘পরে আরও টাকা নিতে বাসায় এসে চাপ দেন। সন্দেহ হলে ৯৯৯-এ ফোন দেন ভুক্তভোগীরা। ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করা হয়। তথ্য নিয়ে দেখা যায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে আরও ছয়টি মামলা রয়েছে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
২৭ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে