প্রতিনিধি, হরিরামপুর

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা গরুর হাটের পাশেই প্রায় ষাট বছর আগে থেকে শুরু বসবাস করেন কয়েকজন। যাদের পেশা ফেরি করে লেস ফিতা বিক্রি করা। নৌকা নিয়ে তাঁরা লেস ফিতা বিক্রি করেন। শান্দার সম্প্রদায় নামে পরিচিত তাঁরা। বর্তমানে ঝিটকাতে শান্দার সম্প্রদায়ের ৭৯টি পরিবারের বসবাস।
জানা যায়, বছরে চার-পাঁচ মাস বিভিন্ন মেলায় লেস ফিতা ও গ্রাম্য মেলার জিনিসপত্র বিক্রি করেন তাঁরা। এতে যা আয় হয় তা দিয়েই সারা বছর জীবিকা নির্বাহ করেন তাঁরা। তবে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে দেড় বছর ধরে কোন মেলা না থাকায় বংশগত এ পেশা থেকে সড়ে যাচ্ছেন। জীবন চালাতে কেউ বা মাছ ধরেন, কেউ ছাতা মেরামত, লাইট মেরামত, মাছ ধরার ফাঁদ (টেটা) তৈরি আবার কেউ রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছেন। তারপরও নিয়মিত কাজ না করতে পেরে অনেক কষ্টে দিনযাপন করছেন তাঁরা।
এই সম্প্রদায়ের নাজমা বেগম এক নারী বলেন, মরিচ তুলে সংসার চালাচ্ছি। না খেয়ে তো থাকতে পারব না। মেলা করতে পারলে ভালো থাকতাম। শান্দার সম্প্রদায়ের বাদল মেলা করতেন, কিন্তু এখন তিনি বেকার। লাল মিয়া, বয়স ৬৫ এর বেশি। ছেলে জালে মাছ ধরে, টাকা দেয় কোন রকম চলে যায়। মেলা করতে না পারায় অনেক কষ্টে আছেন তিনি। কালু আর আলী মেলা না করতে পেরে মাছ ধরে সংসার চালান।
এই সম্প্রদায়ের আরকজন সদা পাগলা (৭০)। যার কষ্টের শেষ নেই। জীবনের শেষ বয়সে তিনি আরও বিপদে আছেন।
শান্দার সম্প্রদায়ের প্রতিনিধি শরিফ হোসেন দুর্জন জানান, ঝিটকাতে শান্দার সম্প্রদায়ের ৭৯টি পরিবার বসবাস করেন। যাদের মূল পেশা মেলায় ফেরি করে মেলার জিনিসপত্র বিক্রি করা। তবে প্রায় দুই বছর ধরে মেলা না থাকায় কেউ মাছ ধরেন, মানুষের বাড়ি কামলা দিয়ে, কেউ বা লাইট মেরামত করে জীবিকা নির্বাহ করছেন। সরকারি সহায়তা কয়েকজন পেলেও অনেকের অবস্থা ভালো নেই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রশাসন সরকারি সহায়তা পেলেই শান্দার সম্প্রদায়ের লেকজনকে সহায়তা দেওয়া হয়। গত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় তাঁদের ঈদ সামগ্রীসহ ত্রাণ দেওয়া হয়েছে। শান্দার সম্প্রদায়ের শিশুদের জন্য বাই সাইকেলের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন ও করা হয়েছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা গরুর হাটের পাশেই প্রায় ষাট বছর আগে থেকে শুরু বসবাস করেন কয়েকজন। যাদের পেশা ফেরি করে লেস ফিতা বিক্রি করা। নৌকা নিয়ে তাঁরা লেস ফিতা বিক্রি করেন। শান্দার সম্প্রদায় নামে পরিচিত তাঁরা। বর্তমানে ঝিটকাতে শান্দার সম্প্রদায়ের ৭৯টি পরিবারের বসবাস।
জানা যায়, বছরে চার-পাঁচ মাস বিভিন্ন মেলায় লেস ফিতা ও গ্রাম্য মেলার জিনিসপত্র বিক্রি করেন তাঁরা। এতে যা আয় হয় তা দিয়েই সারা বছর জীবিকা নির্বাহ করেন তাঁরা। তবে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে দেড় বছর ধরে কোন মেলা না থাকায় বংশগত এ পেশা থেকে সড়ে যাচ্ছেন। জীবন চালাতে কেউ বা মাছ ধরেন, কেউ ছাতা মেরামত, লাইট মেরামত, মাছ ধরার ফাঁদ (টেটা) তৈরি আবার কেউ রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছেন। তারপরও নিয়মিত কাজ না করতে পেরে অনেক কষ্টে দিনযাপন করছেন তাঁরা।
এই সম্প্রদায়ের নাজমা বেগম এক নারী বলেন, মরিচ তুলে সংসার চালাচ্ছি। না খেয়ে তো থাকতে পারব না। মেলা করতে পারলে ভালো থাকতাম। শান্দার সম্প্রদায়ের বাদল মেলা করতেন, কিন্তু এখন তিনি বেকার। লাল মিয়া, বয়স ৬৫ এর বেশি। ছেলে জালে মাছ ধরে, টাকা দেয় কোন রকম চলে যায়। মেলা করতে না পারায় অনেক কষ্টে আছেন তিনি। কালু আর আলী মেলা না করতে পেরে মাছ ধরে সংসার চালান।
এই সম্প্রদায়ের আরকজন সদা পাগলা (৭০)। যার কষ্টের শেষ নেই। জীবনের শেষ বয়সে তিনি আরও বিপদে আছেন।
শান্দার সম্প্রদায়ের প্রতিনিধি শরিফ হোসেন দুর্জন জানান, ঝিটকাতে শান্দার সম্প্রদায়ের ৭৯টি পরিবার বসবাস করেন। যাদের মূল পেশা মেলায় ফেরি করে মেলার জিনিসপত্র বিক্রি করা। তবে প্রায় দুই বছর ধরে মেলা না থাকায় কেউ মাছ ধরেন, মানুষের বাড়ি কামলা দিয়ে, কেউ বা লাইট মেরামত করে জীবিকা নির্বাহ করছেন। সরকারি সহায়তা কয়েকজন পেলেও অনেকের অবস্থা ভালো নেই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রশাসন সরকারি সহায়তা পেলেই শান্দার সম্প্রদায়ের লেকজনকে সহায়তা দেওয়া হয়। গত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় তাঁদের ঈদ সামগ্রীসহ ত্রাণ দেওয়া হয়েছে। শান্দার সম্প্রদায়ের শিশুদের জন্য বাই সাইকেলের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন ও করা হয়েছে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৫ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে