ঢাবি প্রতিনিধি

‘মিথ্যা সংবাদ ও গুজব ছড়ানোর’ অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার বেলা ১১টা থেকে দফায় দফায় ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন এবং মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। ঘণ্টাখানেক অবস্থান শেষে শাহবাগ মোড় ছেড়ে চলে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ দিকে একই সময় শাহবাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিভিন্ন সময় দেশবিরোধী চক্রান্তে মেতে উঠেছেন। এবারও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছেন।
ছাত্রলীগের নেতারা বলেন, ‘মতিউর রহমানকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ এ সময় তাঁরা নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী না বলে ‘সাধারণ শিক্ষার্থী’ বলে দাবি করেন।
হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ শাহরিয়ার শুভ বলেন, ‘স্বাধীনতার নামে তথ্যসন্ত্রাস আমরা মেনে নেব না। অপসাংবাদিকতার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যম দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মতিউর রহমানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।’
কামরুল হাসান নামের এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমাদের অবস্থান হলুদ ও গুজব সাংবাদিকতার বিরুদ্ধে। প্রথম আলো দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
শাহবাগ অবরোধের বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতা দিবসের দিন একটি শিশুকে ১০ টাকা দিয়ে সংবাদ পরিবেশন করে যে ঘটনা ঘটিয়েছে, সেটা সুস্পষ্টরূপে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। ১৯৭১-পরবর্তী সময়ে এ ধরনের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যে বাসন্তী কাণ্ড তৈরি করা হয়েছিল, সেটির সঙ্গে আমরা মিল পাচ্ছি, যেটা দেশবিরোধী বৃহৎ ষড়যন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, তাই এবারও তারা আন্দোলন করছে, সাধারণ শিক্ষার্থীদের এই অবরোধের প্রতি ছাত্রলীগের সংহতি রয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বেলা ১১টায় শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করে।

‘মিথ্যা সংবাদ ও গুজব ছড়ানোর’ অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার বেলা ১১টা থেকে দফায় দফায় ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন এবং মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। ঘণ্টাখানেক অবস্থান শেষে শাহবাগ মোড় ছেড়ে চলে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ দিকে একই সময় শাহবাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিভিন্ন সময় দেশবিরোধী চক্রান্তে মেতে উঠেছেন। এবারও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছেন।
ছাত্রলীগের নেতারা বলেন, ‘মতিউর রহমানকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ এ সময় তাঁরা নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী না বলে ‘সাধারণ শিক্ষার্থী’ বলে দাবি করেন।
হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ শাহরিয়ার শুভ বলেন, ‘স্বাধীনতার নামে তথ্যসন্ত্রাস আমরা মেনে নেব না। অপসাংবাদিকতার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যম দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মতিউর রহমানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।’
কামরুল হাসান নামের এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমাদের অবস্থান হলুদ ও গুজব সাংবাদিকতার বিরুদ্ধে। প্রথম আলো দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
শাহবাগ অবরোধের বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতা দিবসের দিন একটি শিশুকে ১০ টাকা দিয়ে সংবাদ পরিবেশন করে যে ঘটনা ঘটিয়েছে, সেটা সুস্পষ্টরূপে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। ১৯৭১-পরবর্তী সময়ে এ ধরনের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যে বাসন্তী কাণ্ড তৈরি করা হয়েছিল, সেটির সঙ্গে আমরা মিল পাচ্ছি, যেটা দেশবিরোধী বৃহৎ ষড়যন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, তাই এবারও তারা আন্দোলন করছে, সাধারণ শিক্ষার্থীদের এই অবরোধের প্রতি ছাত্রলীগের সংহতি রয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বেলা ১১টায় শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে