ঢাবি প্রতিনিধি

‘মিথ্যা সংবাদ ও গুজব ছড়ানোর’ অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার বেলা ১১টা থেকে দফায় দফায় ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন এবং মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। ঘণ্টাখানেক অবস্থান শেষে শাহবাগ মোড় ছেড়ে চলে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ দিকে একই সময় শাহবাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিভিন্ন সময় দেশবিরোধী চক্রান্তে মেতে উঠেছেন। এবারও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছেন।
ছাত্রলীগের নেতারা বলেন, ‘মতিউর রহমানকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ এ সময় তাঁরা নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী না বলে ‘সাধারণ শিক্ষার্থী’ বলে দাবি করেন।
হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ শাহরিয়ার শুভ বলেন, ‘স্বাধীনতার নামে তথ্যসন্ত্রাস আমরা মেনে নেব না। অপসাংবাদিকতার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যম দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মতিউর রহমানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।’
কামরুল হাসান নামের এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমাদের অবস্থান হলুদ ও গুজব সাংবাদিকতার বিরুদ্ধে। প্রথম আলো দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
শাহবাগ অবরোধের বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতা দিবসের দিন একটি শিশুকে ১০ টাকা দিয়ে সংবাদ পরিবেশন করে যে ঘটনা ঘটিয়েছে, সেটা সুস্পষ্টরূপে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। ১৯৭১-পরবর্তী সময়ে এ ধরনের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যে বাসন্তী কাণ্ড তৈরি করা হয়েছিল, সেটির সঙ্গে আমরা মিল পাচ্ছি, যেটা দেশবিরোধী বৃহৎ ষড়যন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, তাই এবারও তারা আন্দোলন করছে, সাধারণ শিক্ষার্থীদের এই অবরোধের প্রতি ছাত্রলীগের সংহতি রয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বেলা ১১টায় শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করে।

‘মিথ্যা সংবাদ ও গুজব ছড়ানোর’ অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার বেলা ১১টা থেকে দফায় দফায় ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন এবং মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। ঘণ্টাখানেক অবস্থান শেষে শাহবাগ মোড় ছেড়ে চলে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ দিকে একই সময় শাহবাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিভিন্ন সময় দেশবিরোধী চক্রান্তে মেতে উঠেছেন। এবারও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছেন।
ছাত্রলীগের নেতারা বলেন, ‘মতিউর রহমানকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ এ সময় তাঁরা নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী না বলে ‘সাধারণ শিক্ষার্থী’ বলে দাবি করেন।
হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ শাহরিয়ার শুভ বলেন, ‘স্বাধীনতার নামে তথ্যসন্ত্রাস আমরা মেনে নেব না। অপসাংবাদিকতার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যম দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মতিউর রহমানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।’
কামরুল হাসান নামের এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমাদের অবস্থান হলুদ ও গুজব সাংবাদিকতার বিরুদ্ধে। প্রথম আলো দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
শাহবাগ অবরোধের বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতা দিবসের দিন একটি শিশুকে ১০ টাকা দিয়ে সংবাদ পরিবেশন করে যে ঘটনা ঘটিয়েছে, সেটা সুস্পষ্টরূপে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। ১৯৭১-পরবর্তী সময়ে এ ধরনের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যে বাসন্তী কাণ্ড তৈরি করা হয়েছিল, সেটির সঙ্গে আমরা মিল পাচ্ছি, যেটা দেশবিরোধী বৃহৎ ষড়যন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, তাই এবারও তারা আন্দোলন করছে, সাধারণ শিক্ষার্থীদের এই অবরোধের প্রতি ছাত্রলীগের সংহতি রয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বেলা ১১টায় শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১২ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৮ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে