
‘মিথ্যা সংবাদ ও গুজব ছড়ানোর’ অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার বেলা ১১টা থেকে দফায় দফায় ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন এবং মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। ঘণ্টাখানেক অবস্থান শেষে শাহবাগ মোড় ছেড়ে চলে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ দিকে একই সময় শাহবাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিভিন্ন সময় দেশবিরোধী চক্রান্তে মেতে উঠেছেন। এবারও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছেন।
ছাত্রলীগের নেতারা বলেন, ‘মতিউর রহমানকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ এ সময় তাঁরা নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী না বলে ‘সাধারণ শিক্ষার্থী’ বলে দাবি করেন।
হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহীদ শাহরিয়ার শুভ বলেন, ‘স্বাধীনতার নামে তথ্যসন্ত্রাস আমরা মেনে নেব না। অপসাংবাদিকতার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যম দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মতিউর রহমানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।’
কামরুল হাসান নামের এক ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমাদের অবস্থান হলুদ ও গুজব সাংবাদিকতার বিরুদ্ধে। প্রথম আলো দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
শাহবাগ অবরোধের বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতা দিবসের দিন একটি শিশুকে ১০ টাকা দিয়ে সংবাদ পরিবেশন করে যে ঘটনা ঘটিয়েছে, সেটা সুস্পষ্টরূপে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। ১৯৭১-পরবর্তী সময়ে এ ধরনের এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যে বাসন্তী কাণ্ড তৈরি করা হয়েছিল, সেটির সঙ্গে আমরা মিল পাচ্ছি, যেটা দেশবিরোধী বৃহৎ ষড়যন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে, তাই এবারও তারা আন্দোলন করছে, সাধারণ শিক্ষার্থীদের এই অবরোধের প্রতি ছাত্রলীগের সংহতি রয়েছে।’
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বেলা ১১টায় শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভের ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করে।

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৭ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩১ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে