নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি ও বাজারজাত করায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজকে চার লাখ টাকা অর্থদণ্ড করেছেন নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থিত শিশু খাদ্য আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিকে অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি, বাজারজাত এবং মিথ্যা বিজ্ঞাপন প্রচার করায় চার লাখ টাকা জরিমানা করেছেন।
অনুমোদনবিহীন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ‘রিচার্জ’ এবং ‘টারবো’ নামক ইলেকট্রোলাইট ড্রিংকস উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
মামলার বাদী কামরুল হাসান বলেন, ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৩২ ধারা (খ) উপধারা, ৩৯, ৪১ ও ৪২ ধারায় মামলা করা হয়। ৩২ ধারার (খ) এ বলা আছে, খাদ্যদ্রব্যের গুরুত্ব বৃদ্ধি করতে, পরিমাণ ও পুষ্টিগুণের বিষয়ে, দফা (ক) তে উল্লিখিত লেবেলে কোনো মিথ্যা তথ্য বা দাবি বা অপ-কৌশল অথবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য বা রোগ নিরাময়কারী ঔষধি বলে দাবি অথবা উৎসস্থল সম্পর্কে বিভ্রান্তিকর কোনো বক্তব্য লিপিবদ্ধ করতে পারবে না।
৩৯ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি আপাতত বলবৎ কোনো আইনের অধীন নিবন্ধিত বাধ্যতামূলত হলে ওহার ব্যত্যয় ঘটিয়ে অনিবন্ধিত অবস্থায় কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি করতে পারবে না।
৪১ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিপণন বা বিক্রির উদ্দেশ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করে বা মিথ্যা নির্ভরতা মূলত বক্তব্য দিয়ে ক্রেতার ক্ষতি করতে পারবে না।
৪২ ধারার (১) কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের গুণ, প্রকৃতি, মান, ইত্যাদি সম্পর্কে অসত্য বর্ণনাসংবলিত কোনো বিজ্ঞাপন প্রস্তুত, মুদ্রণ, প্রকাশ বা প্রচার করতে পারবেন না, যা দ্বারা জনগণ বিভ্রান্ত হতে পারে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উপমহাব্যবস্থাপকের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক বলেন, ইলেকট্রোলাইট ড্রিংকসের কোনো জাতীয় মান নেই এবং এসব পণ্যের কোনো লাইসেন্স বিএসটিআই থেকে দেওয়া হয় না।

অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি ও বাজারজাত করায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজকে চার লাখ টাকা অর্থদণ্ড করেছেন নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থিত শিশু খাদ্য আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিকে অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি, বাজারজাত এবং মিথ্যা বিজ্ঞাপন প্রচার করায় চার লাখ টাকা জরিমানা করেছেন।
অনুমোদনবিহীন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ‘রিচার্জ’ এবং ‘টারবো’ নামক ইলেকট্রোলাইট ড্রিংকস উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
মামলার বাদী কামরুল হাসান বলেন, ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৩২ ধারা (খ) উপধারা, ৩৯, ৪১ ও ৪২ ধারায় মামলা করা হয়। ৩২ ধারার (খ) এ বলা আছে, খাদ্যদ্রব্যের গুরুত্ব বৃদ্ধি করতে, পরিমাণ ও পুষ্টিগুণের বিষয়ে, দফা (ক) তে উল্লিখিত লেবেলে কোনো মিথ্যা তথ্য বা দাবি বা অপ-কৌশল অথবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য বা রোগ নিরাময়কারী ঔষধি বলে দাবি অথবা উৎসস্থল সম্পর্কে বিভ্রান্তিকর কোনো বক্তব্য লিপিবদ্ধ করতে পারবে না।
৩৯ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি আপাতত বলবৎ কোনো আইনের অধীন নিবন্ধিত বাধ্যতামূলত হলে ওহার ব্যত্যয় ঘটিয়ে অনিবন্ধিত অবস্থায় কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি করতে পারবে না।
৪১ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিপণন বা বিক্রির উদ্দেশ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করে বা মিথ্যা নির্ভরতা মূলত বক্তব্য দিয়ে ক্রেতার ক্ষতি করতে পারবে না।
৪২ ধারার (১) কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের গুণ, প্রকৃতি, মান, ইত্যাদি সম্পর্কে অসত্য বর্ণনাসংবলিত কোনো বিজ্ঞাপন প্রস্তুত, মুদ্রণ, প্রকাশ বা প্রচার করতে পারবেন না, যা দ্বারা জনগণ বিভ্রান্ত হতে পারে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উপমহাব্যবস্থাপকের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক বলেন, ইলেকট্রোলাইট ড্রিংকসের কোনো জাতীয় মান নেই এবং এসব পণ্যের কোনো লাইসেন্স বিএসটিআই থেকে দেওয়া হয় না।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে