নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি ও বাজারজাত করায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজকে চার লাখ টাকা অর্থদণ্ড করেছেন নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থিত শিশু খাদ্য আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিকে অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি, বাজারজাত এবং মিথ্যা বিজ্ঞাপন প্রচার করায় চার লাখ টাকা জরিমানা করেছেন।
অনুমোদনবিহীন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ‘রিচার্জ’ এবং ‘টারবো’ নামক ইলেকট্রোলাইট ড্রিংকস উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
মামলার বাদী কামরুল হাসান বলেন, ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৩২ ধারা (খ) উপধারা, ৩৯, ৪১ ও ৪২ ধারায় মামলা করা হয়। ৩২ ধারার (খ) এ বলা আছে, খাদ্যদ্রব্যের গুরুত্ব বৃদ্ধি করতে, পরিমাণ ও পুষ্টিগুণের বিষয়ে, দফা (ক) তে উল্লিখিত লেবেলে কোনো মিথ্যা তথ্য বা দাবি বা অপ-কৌশল অথবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য বা রোগ নিরাময়কারী ঔষধি বলে দাবি অথবা উৎসস্থল সম্পর্কে বিভ্রান্তিকর কোনো বক্তব্য লিপিবদ্ধ করতে পারবে না।
৩৯ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি আপাতত বলবৎ কোনো আইনের অধীন নিবন্ধিত বাধ্যতামূলত হলে ওহার ব্যত্যয় ঘটিয়ে অনিবন্ধিত অবস্থায় কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি করতে পারবে না।
৪১ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিপণন বা বিক্রির উদ্দেশ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করে বা মিথ্যা নির্ভরতা মূলত বক্তব্য দিয়ে ক্রেতার ক্ষতি করতে পারবে না।
৪২ ধারার (১) কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের গুণ, প্রকৃতি, মান, ইত্যাদি সম্পর্কে অসত্য বর্ণনাসংবলিত কোনো বিজ্ঞাপন প্রস্তুত, মুদ্রণ, প্রকাশ বা প্রচার করতে পারবেন না, যা দ্বারা জনগণ বিভ্রান্ত হতে পারে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উপমহাব্যবস্থাপকের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক বলেন, ইলেকট্রোলাইট ড্রিংকসের কোনো জাতীয় মান নেই এবং এসব পণ্যের কোনো লাইসেন্স বিএসটিআই থেকে দেওয়া হয় না।

অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি ও বাজারজাত করায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজকে চার লাখ টাকা অর্থদণ্ড করেছেন নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থিত শিশু খাদ্য আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিকে অনুমোদনবিহীন ইলেকট্রোলাইট ড্রিংকস তৈরি, বাজারজাত এবং মিথ্যা বিজ্ঞাপন প্রচার করায় চার লাখ টাকা জরিমানা করেছেন।
অনুমোদনবিহীন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ‘রিচার্জ’ এবং ‘টারবো’ নামক ইলেকট্রোলাইট ড্রিংকস উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
মামলার বাদী কামরুল হাসান বলেন, ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৩২ ধারা (খ) উপধারা, ৩৯, ৪১ ও ৪২ ধারায় মামলা করা হয়। ৩২ ধারার (খ) এ বলা আছে, খাদ্যদ্রব্যের গুরুত্ব বৃদ্ধি করতে, পরিমাণ ও পুষ্টিগুণের বিষয়ে, দফা (ক) তে উল্লিখিত লেবেলে কোনো মিথ্যা তথ্য বা দাবি বা অপ-কৌশল অথবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য বা রোগ নিরাময়কারী ঔষধি বলে দাবি অথবা উৎসস্থল সম্পর্কে বিভ্রান্তিকর কোনো বক্তব্য লিপিবদ্ধ করতে পারবে না।
৩৯ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি আপাতত বলবৎ কোনো আইনের অধীন নিবন্ধিত বাধ্যতামূলত হলে ওহার ব্যত্যয় ঘটিয়ে অনিবন্ধিত অবস্থায় কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি করতে পারবে না।
৪১ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিপণন বা বিক্রির উদ্দেশ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনের শর্তাদি লঙ্ঘন করে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রদান করে বা মিথ্যা নির্ভরতা মূলত বক্তব্য দিয়ে ক্রেতার ক্ষতি করতে পারবে না।
৪২ ধারার (১) কোনো ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের গুণ, প্রকৃতি, মান, ইত্যাদি সম্পর্কে অসত্য বর্ণনাসংবলিত কোনো বিজ্ঞাপন প্রস্তুত, মুদ্রণ, প্রকাশ বা প্রচার করতে পারবেন না, যা দ্বারা জনগণ বিভ্রান্ত হতে পারে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উপমহাব্যবস্থাপকের মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক বলেন, ইলেকট্রোলাইট ড্রিংকসের কোনো জাতীয় মান নেই এবং এসব পণ্যের কোনো লাইসেন্স বিএসটিআই থেকে দেওয়া হয় না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে