সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ রোববার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
এ সময় দুর্বৃত্তরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও ভেকু ভাঙচুর করে। তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
রোববার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। সেই ভিডিওতে দেখা যায়, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনসহ বেশ কিছু পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। হাইওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। শতাধিক জনতা পুলিশের গাড়ির পেছনে হট্টগোল শুরু করে। তারা হইহই করতে থাকে। তখন পুলিশের গাড়ি থেকে দুই যুবককে লাফ দিয়ে নেমে পড়তে দেখা যায়। কয়েকজনকে দেখা যায় হাত নেড়ে, চিৎকার করে পুলিশের ওপর হামলা করার জন্য আহ্বান জানানোর দৃশ্য। চিৎকার-চেঁচামেচিতে পুলিশের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে শ্রীপুরের দিকে এগোয়। পরে পেছন থেকে ইটপাটকেল ছুড়তে থাকে উত্তেজিতরা। অভিযানে অংশ নেওয়া ভেকুও দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। সেখানেও হামলা চালানো হয়।

পুলিশের মিতসুবিশি স্পোর্টেরো এল২০০ মডেলের (ঢাকা মেট্রো-ঠ ১৪-৩৪৩৫) গাড়ি ভাঙচুরের শিকার হয়। এ ছাড়া একটি মাইক্রোবাস, একটি ট্রাক, একটি পিকআপসহ বেশ কিছু যানবাহন সে সময় অভিযানের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। সেগুলোও ধাওয়া খেয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুরো ঘটনায় কেউ আহত হয়েছেন—এমন তথ্যও মেলেনি।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঈদে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে আজ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা অংশ নেন। হেমায়েতপুর থেকে ইপিজেড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ কার্যক্রম সফল হয়।
তবে বিকেলে বলিভদ্র বাজার এলাকায় ফুটপাত উচ্ছেদের সময় কিছু দুর্বৃত্ত বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় জড়িতদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ।

ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ রোববার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
এ সময় দুর্বৃত্তরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও ভেকু ভাঙচুর করে। তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
রোববার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। সেই ভিডিওতে দেখা যায়, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনসহ বেশ কিছু পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। হাইওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। শতাধিক জনতা পুলিশের গাড়ির পেছনে হট্টগোল শুরু করে। তারা হইহই করতে থাকে। তখন পুলিশের গাড়ি থেকে দুই যুবককে লাফ দিয়ে নেমে পড়তে দেখা যায়। কয়েকজনকে দেখা যায় হাত নেড়ে, চিৎকার করে পুলিশের ওপর হামলা করার জন্য আহ্বান জানানোর দৃশ্য। চিৎকার-চেঁচামেচিতে পুলিশের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে শ্রীপুরের দিকে এগোয়। পরে পেছন থেকে ইটপাটকেল ছুড়তে থাকে উত্তেজিতরা। অভিযানে অংশ নেওয়া ভেকুও দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। সেখানেও হামলা চালানো হয়।

পুলিশের মিতসুবিশি স্পোর্টেরো এল২০০ মডেলের (ঢাকা মেট্রো-ঠ ১৪-৩৪৩৫) গাড়ি ভাঙচুরের শিকার হয়। এ ছাড়া একটি মাইক্রোবাস, একটি ট্রাক, একটি পিকআপসহ বেশ কিছু যানবাহন সে সময় অভিযানের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। সেগুলোও ধাওয়া খেয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুরো ঘটনায় কেউ আহত হয়েছেন—এমন তথ্যও মেলেনি।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, ঈদে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে আজ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা অংশ নেন। হেমায়েতপুর থেকে ইপিজেড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ কার্যক্রম সফল হয়।
তবে বিকেলে বলিভদ্র বাজার এলাকায় ফুটপাত উচ্ছেদের সময় কিছু দুর্বৃত্ত বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় জড়িতদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১৫ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২৭ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৪১ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে