নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দী অবস্থায় একই পরিবারের তিনজনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিজমিজি পশ্চিমপাড়ার পুকুরপাড় বড়বাড়ি এলাকায় সড়কের পাশে ইট-সুরকির স্তূপের নিচে লাশগুলো পাওয়া যায়।
নিহত ব্যক্তিরা হলেন মিজমিজি পশ্চিমপাড়ার সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তাঁর ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ (৪)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই বোন ও শিশুটি সম্প্রতি পুকুরপাড় এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া ওঠে। ছোট বোন লামিয়ার স্বামী মাদক ব্যবসায়ী আর বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে লামিয়ার স্বামী ইয়াছিন র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যান। তিনি ৭ এপ্রিল জেল থেকে বেরিয়ে বাড়ি আসেন। চার দিন ধরে সবাই নিখোঁজ ছিল। আজ দুপুরে বাড়ির পাশে বস্তাবন্দী অবস্থায় তিনজনের খণ্ডিত লাশ পাওয়া যায়।
বাড়িওয়ালা জাহাঙ্গীর বলেন, ‘১ এপ্রিল লামিয়া বাসা ভাড়া নেয়। সে, তার বোন স্বপ্না আর তার ছেলে আব্দুল্লাহ বাসায় থাকত। ৭ তারিখে তার স্বামী এলে আমরা জানতে চাই, এই লোক কে? তখন লামিয়া জানায় ওই লোক তার স্বামী এবং সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছে। তিন-চার দিন ধরে ঘর তালাবদ্ধ ছিল। আমরা ভেবেছি ঈদের ছুটিতে তারা অন্যত্র গেছে। আজকে এলাকার লোকজন বাড়ির সামনের রাস্তায় ইট-সুরকি দিয়ে ঢেকে রাখা বস্তাবন্দী লাশ উদ্ধার করে।’
স্বপ্না ও লামিয়ার বড় বোন শিরিন বেগম বলেন, ‘লামিয়া প্রেম করে বিয়ে করে এক সন্তানের মা হয়ে সংসার করছিল। স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। চার দিন ধরে তাঁদের খোঁজ পাচ্ছিলাম না। আমার দুই বোনের সঙ্গে এক ভাগনেও খুন হয়েছে। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাঁদের সংসারে প্রায় সময় সমস্যা হতো। আমরা জানি না, কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর বলেন, স্থানীয় বাসিন্দারা দুপুরে বস্তাবন্দী হাত দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুজন নারী ও এক শিশুর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে। নিহতদের স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার বলেন, ‘ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে পারিবারিক কলহের জেরে তাঁদের হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে লামিয়া আক্তারের স্বামী ইয়াছিনকে সিদ্ধিরগঞ্জের কলাপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দী অবস্থায় একই পরিবারের তিনজনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিজমিজি পশ্চিমপাড়ার পুকুরপাড় বড়বাড়ি এলাকায় সড়কের পাশে ইট-সুরকির স্তূপের নিচে লাশগুলো পাওয়া যায়।
নিহত ব্যক্তিরা হলেন মিজমিজি পশ্চিমপাড়ার সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তাঁর ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ (৪)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই বোন ও শিশুটি সম্প্রতি পুকুরপাড় এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া ওঠে। ছোট বোন লামিয়ার স্বামী মাদক ব্যবসায়ী আর বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে লামিয়ার স্বামী ইয়াছিন র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যান। তিনি ৭ এপ্রিল জেল থেকে বেরিয়ে বাড়ি আসেন। চার দিন ধরে সবাই নিখোঁজ ছিল। আজ দুপুরে বাড়ির পাশে বস্তাবন্দী অবস্থায় তিনজনের খণ্ডিত লাশ পাওয়া যায়।
বাড়িওয়ালা জাহাঙ্গীর বলেন, ‘১ এপ্রিল লামিয়া বাসা ভাড়া নেয়। সে, তার বোন স্বপ্না আর তার ছেলে আব্দুল্লাহ বাসায় থাকত। ৭ তারিখে তার স্বামী এলে আমরা জানতে চাই, এই লোক কে? তখন লামিয়া জানায় ওই লোক তার স্বামী এবং সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছে। তিন-চার দিন ধরে ঘর তালাবদ্ধ ছিল। আমরা ভেবেছি ঈদের ছুটিতে তারা অন্যত্র গেছে। আজকে এলাকার লোকজন বাড়ির সামনের রাস্তায় ইট-সুরকি দিয়ে ঢেকে রাখা বস্তাবন্দী লাশ উদ্ধার করে।’
স্বপ্না ও লামিয়ার বড় বোন শিরিন বেগম বলেন, ‘লামিয়া প্রেম করে বিয়ে করে এক সন্তানের মা হয়ে সংসার করছিল। স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। চার দিন ধরে তাঁদের খোঁজ পাচ্ছিলাম না। আমার দুই বোনের সঙ্গে এক ভাগনেও খুন হয়েছে। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাঁদের সংসারে প্রায় সময় সমস্যা হতো। আমরা জানি না, কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর বলেন, স্থানীয় বাসিন্দারা দুপুরে বস্তাবন্দী হাত দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুজন নারী ও এক শিশুর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে। নিহতদের স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার বলেন, ‘ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে পারিবারিক কলহের জেরে তাঁদের হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে লামিয়া আক্তারের স্বামী ইয়াছিনকে সিদ্ধিরগঞ্জের কলাপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৬ মিনিট আগে