ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাড়ির পাঁচতলা থেকে ফেলে দিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ অভিযোগে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব শহরের রানী বাজার এলাকায়।
নিহত গৃহবধূর নাম তানজিনা আক্তার (২৯)। তিনি ভৈরব শহরের রানী বাজার এলাকার মাসুদুজ্জামানের (৩০) স্ত্রী। মাসুদুজ্জামান একজন ওষুধ ব্যবসায়ী। ১০ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ওই দম্পতির দুটি সন্তান রয়েছে।
নিহতের পরিবার বলছে, দুপুর ১২টার দিকে তানজিনা বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে এক ভাবিকে সঙ্গে নিয়ে হাসপাতালে গাইনী ডাক্তার দেখান। বিষয়টিকে সহজে মেনে নিতে পারেনি তাঁর স্বামী মাসুদুজ্জামান। এ কারণে ১টার দিকে তানজিনাকে মোবাইলে কল দিয়ে বাড়িতে ফিরলে মেরে ফেলার হুমকি দেন তাঁর স্বামী। পরে তিনটার দিকে তারা খবর পান তানজিনা আর নেই।
নিহতের স্বজনদের অভিযোগ—তানজিনাকে শারীরিক নির্যাতন শেষে ৫ তলা ভবন থেকে ফেলে দিয়ে তানজিনাকে হত্যা করেছে মাসুদুজ্জামান। বিয়ের পর থেকেই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে মাসুদুজ্জামান তানজিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এদিকে এ অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার।
স্থানীয়রা বলছে, শহরের রাণী বাজার মহল্লার খায়ের মিয়ার ৫ তলা ভবন থেকে তানজিনা আক্তার নিচে পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ার জেনারেল হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অবস্থা বেগতিক দেখে নিহত তানজিনার স্বামী ও শ্বশুর কৌশলে হাসপাতালে মরদেহ রেখে সটকে পড়তে চাইলে তানজিনার স্বজনেরা আটকে দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানা–হাজতে নিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইসমত তাহমিনা তাম্মি বলেন, ‘মরদেহের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। তবে, ময়নাতদন্ত শেষে মেডিকেল রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
নিহতের ভাই জাবির মিয়া বলেন, ‘ওদের (তানজিনা–মাকসুদ) পাশের বিল্ডিংয়ের মালিক আমাকে প্রায়ই বলত—তোমার বোনকে যে অত্যাচার–নির্যাতন করা হয়, একদিন তাকে মেরেও ফেলতে পারে। সে কথাই আজকে সত্যি হলো।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এ ঘটনায় স্বামী-শ্বশুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাড়ির পাঁচতলা থেকে ফেলে দিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ অভিযোগে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব শহরের রানী বাজার এলাকায়।
নিহত গৃহবধূর নাম তানজিনা আক্তার (২৯)। তিনি ভৈরব শহরের রানী বাজার এলাকার মাসুদুজ্জামানের (৩০) স্ত্রী। মাসুদুজ্জামান একজন ওষুধ ব্যবসায়ী। ১০ বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। ওই দম্পতির দুটি সন্তান রয়েছে।
নিহতের পরিবার বলছে, দুপুর ১২টার দিকে তানজিনা বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে এক ভাবিকে সঙ্গে নিয়ে হাসপাতালে গাইনী ডাক্তার দেখান। বিষয়টিকে সহজে মেনে নিতে পারেনি তাঁর স্বামী মাসুদুজ্জামান। এ কারণে ১টার দিকে তানজিনাকে মোবাইলে কল দিয়ে বাড়িতে ফিরলে মেরে ফেলার হুমকি দেন তাঁর স্বামী। পরে তিনটার দিকে তারা খবর পান তানজিনা আর নেই।
নিহতের স্বজনদের অভিযোগ—তানজিনাকে শারীরিক নির্যাতন শেষে ৫ তলা ভবন থেকে ফেলে দিয়ে তানজিনাকে হত্যা করেছে মাসুদুজ্জামান। বিয়ের পর থেকেই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে মাসুদুজ্জামান তানজিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এদিকে এ অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার।
স্থানীয়রা বলছে, শহরের রাণী বাজার মহল্লার খায়ের মিয়ার ৫ তলা ভবন থেকে তানজিনা আক্তার নিচে পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ার জেনারেল হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অবস্থা বেগতিক দেখে নিহত তানজিনার স্বামী ও শ্বশুর কৌশলে হাসপাতালে মরদেহ রেখে সটকে পড়তে চাইলে তানজিনার স্বজনেরা আটকে দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানা–হাজতে নিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইসমত তাহমিনা তাম্মি বলেন, ‘মরদেহের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। তবে, ময়নাতদন্ত শেষে মেডিকেল রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
নিহতের ভাই জাবির মিয়া বলেন, ‘ওদের (তানজিনা–মাকসুদ) পাশের বিল্ডিংয়ের মালিক আমাকে প্রায়ই বলত—তোমার বোনকে যে অত্যাচার–নির্যাতন করা হয়, একদিন তাকে মেরেও ফেলতে পারে। সে কথাই আজকে সত্যি হলো।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘এ ঘটনায় স্বামী-শ্বশুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৩৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে